Advertisment

বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে একাধিক জেলায়, কেমন থাকবে কলকাতার আবহাওয়া?

বৃষ্টি হলেও এখনই অস্বস্তিকর ভ্যাপসা গরমের হাত থেকে রেহাই মিলবে না।

author-image
IE Bangla Web Desk
New Update
kolkata weather updates 21 june 2022

শহর কলকাতায় আজও বৃষ্টির পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের। শুধু কলকাতাই নয়, আজ বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর ও দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। কোনও কোনও জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে। তবে বৃষ্টি হলেও অস্বস্তিকর ভ্যাপসা গরম থকে মুক্তি মিলবে না এখনই।

Advertisment

আজ শুক্রবারও মহানগরীতে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। শুধু আজই নয়, আজ থেকে টানা কয়েকদিন শহর কলকাতার বিভিন্ন প্রান্তে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে বৃষ্টি হলেও এখনই অস্বস্তিকর ভ্যাপসা গরমের হাত থেকে রেহাই মিলবে না। বরং আর্দ্রতাজনিত অস্বস্তি আরও বাড়বে মহানগরীতে, এমনই মনে করছে আলিপুর আবহাওয়া দফতর।

আরও পড়ুন- হাওড়ার পর বাগদা, প্রেমের টানে টোটো চালকের সঙ্গে পালালেন দুই বধূ

শহর কলকাতার পাশাপাশি আজ দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও ঝড়-বৃষ্টির পূর্বাভাস রয়েছে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে কালবৈশাখী ঝড়ের পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। মোটের উপর শহর কলকাতার পাশাপাশি আজ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বিক্ষিপ্তভাবে ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে ঝড়-বৃষ্টি হলেও কমবে না আর্দ্রতাজনিত অস্বস্তি।

দক্ষিণবঙ্গের ক্ষেত্রে বৃষ্টি কার্পণ্য করলেও বরুণদেবের কৃপা জারি রয়েছে উত্তরবঙ্গের জেলাগুলিতে। উত্তরবঙ্গের সব জেলাতেই স্বাভাবিকের থেকে এখনও পর্যন্ত বেশি বৃষ্টি হয়েছে। শুক্রবারও উত্তরবঙ্গের সব জেলায় বৃষ্টির পূর্বাভাস আলিপুর আববহাওয়া দফতরের। কোনও কোনও জেলায় ভারী বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে।

Weather Report weather update Weather Forecast
Advertisment