যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ছাত্রমৃত্যুর ঘটনায় উত্তাল বাংলা। এবার যাদবপুরে ব়্যাগিং নিয়ে মুখ খুললেন সৌরভ গঙ্গোপাধ্যায়। বললেন, 'অত্যন্ত দুঃখজনক ঘটনা। র্যাগিং বন্ধ করার জন্য তাড়াতাড়ি আইন আনা দরকার।'
শুক্রবার কলকাতায় এক অনুষ্ঠানে যাদবপুর কাণ্ড নিয়ে প্রশ্ন করা হয় জাতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক তথা এক সময় ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়কে। তিনি সাফ বলেন, 'বিশ্ববিদ্যালয় পড়াশোনা করার জায়গা। সেটাই মূল লক্ষ্য হওয়া উচিত। নদিয়ার নাবালকের মৃত্যু হয়েছে র্যাগিংয়ের কারণে। আমি মর্মাহত। অত্যন্ত দুঃখজনক ঘটনা। র্যাগিং বন্ধ করার জন্য তাড়াতাড়ি আইন আনা দরকার।'
বাংলা বিভাগের প্রথম বর্ষের পড়ুয়া মৃত্যুতে গত সপ্তাহের বৃহস্পতিবার থেকেই যাদবপুর কাণ্ডে হইহই অবস্থা। তদন্ত করছে লালবাজার। ইতিমধ্যেই বিশ্ববিদ্যালয়ের বর্তমান ও প্রাক্তনী মিলিয়ে মোট ৯ জনকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতদের বয়ানেও একাধিক অসঙ্গতি রয়েছে বলে পুলিশ সূত্রে খবর। শুক্রবার বিশ্ববিদ্যালয়ের হস্টেলে গিয়ে ঘটনার পুনর্নিমাণ করেছেন তদন্তকারী অফিসাররা। ধৃতদের নিয়ে আলাদা আলাদা ঘটনার পুনর্নিমাণ হয়েছে বলে জানা গিয়েছে।
হস্টেলে ছাত্র মৃত্যুর জন্য যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের ভূমিকাও আতসকাচের নীচে। অ্যান্টি-র্যাগিং কমিটি তৈরি হলেও তা কেন এতদিন নিষ্ক্রিয় ছিল? কলেজ ক্যাম্পাসে কেন সিসিটিভি ক্যামেরা নেই? প্রাক্তন ছাত্ররা কীভাবে কলেজ হস্টেলেই দিনের পর দিন থাকেন? বহিরাগতরা কীভাবে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গনে অবাধে ঢুকেতে পারে? বিশ্ববিদ্যালয়ের আধিকারিকদের জিজ্ঞাসাবাদের মাধ্যমে তা জানার চেষ্টা করছে পুলিশ। পাশাপাশি, জাতীয় মানবাধিকার কমিশন, শিশু সুরক্ষা কমিশনও নিজেদের মতো করে ঘটনা খতিয়ে দেখছে। কীভাবে এই ঘটনা ঘটল, তা জানতে বিশ্ববিদ্যালয়ের অনুসন্ধান কমিটিও তৈরি হয়েছে। ইউজিসি-ও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে কড়া প্রশ্ন পাঠিয়ে জবাব তলব করেছে।