Communal Harmony: মসজিদের সঙ্গে 'আত্মার যোগ', হিন্দু হয়েও রোজা পালন পার্থসারথির

Communal Harmony: উত্তর ২৪পরগনার বারাসাতের পার্থসারথি বোস । জন্মসূত্রে তিনি হিন্দু, কিন্তু বিগত চোদ্দ বছর ধরে ইসলামি নিয়ম মেনে গোটা রমজান মাস জুড়ে পালন করেন রোজা।

author-image
Mobarak Koraisi
New Update
 This Hindu family In amanati Mosque in their locality in Barasat

মসজিদের সঙ্গে 'আত্মার যোগ', হিন্দু হয়েও রোজা পালন পার্থসারথির

Communal Harmony: 'সবার উপরে মানব ধর্ম, তাহার উপর নাই'.....! বর্তমান যুগে দাঁড়িয়ে এই বাক্যটা প্রতিটা মানুষের জীবনের শিরদাঁড়া হওয়া উচিত। আজকের দিনে দাঁড়িয়ে এমনই এক উদাহরণ উত্তর ২৪পরগনার বারাসাতের পার্থসারথি বোস। জন্মসূত্রে তিনি হিন্দু, কিন্তু বিগত চোদ্দ বছর ধরে ইসলামি নিয়ম মেনে গোটা রমজান মাস জুড়ে পালন করেন রোজা।
 
পূর্ব ইছাপুর,প্রতাপাদিত্য রোড নবপল্লী এলাকার আমানতি মসজিদের ইমাম সাহেব আকতার বাবুর বহু বছরের বন্ধু পার্থসারথি বাবু তারা দুজনেই 'মোরা একই বৃন্তে দুটি কুসুম হিন্দু মুসলমান ' উক্তিটির সাক্ষাৎ উদাহরণ স্বরূপ হয়ে নিজেদের মানব ধর্ম পালন করে যাচ্ছেন।

Advertisment

নবপল্লী এলাকা একটি হিন্দু এলাকা হলেও সেখানে স্থির ভাবে বহু বছর ধরে টিকে আছে এই আমানতি মসজিদ। পার্থসারথি বাবুর পৈতৃক সম্পত্তির মধ্যে এই জমিটি তারা পান তবে সম্পত্তির জমিতে মসজিদ থাকায় একজন তাকে পরামর্শ দিয়েছিলেন মসজিদটি ভেঙে ফেলার।কিন্তু পার্থসারথি বাবুর বাবা তা করতে নারাজ ছিলেন, তিনি মনে করতেন কোনো ধর্ম কে অসম্মান করতে সনাতন ধর্ম আমাদের শেখায় না। সেই থেকেই এই এলাকায় মাথা উচু করে দাঁড়িয়ে আছে এই মসজিদ এবং এখানেই ছোট থেকে বড় হয়েছেন পার্থসারথি বাবু। 

জীবনে একবার ভয়াবহ দুর্ঘটনার সম্মুখীন হয়ে রমজান মাসে এই মসজিদে এসে মানত করেন সুস্থ হয়ে গেলে তিনি রোজা পালন করবেন তারপর থেকেই রমজান  মাসের পবিত্রতাকে মাথায় রেখে ১৪বছর ধরে প্রতি রমজান মাসে পালন করেন রোজা। এমনকি তিনি এও বলেন তার বন্ধু ইমাম বাবুর সঙ্গে তিনি  রোজার প্রতিটা দিনই একসাথে ইফতার করেন।

এই প্রসঙ্গে কথা বলতে গিয়ে তিনি বলেন আমাদের বন্ধুত্ব টা এমনই যে "ও হয়ে গেছে আকতার বোস আর আমি হয়ে গেছি মহম্মদ পার্থ সারথি "।পার্থসারথি বাবু জানিয়েছেন, আমি শুধু মানব ধর্ম বুঝি, জাতি ধর্মের ঊর্ধ্বে আমরা সকলেই মানুষ তাই আমাদের সকলের উচিত সেটাকেই মাথায় রেখে এগিয়ে চলা তাহলে হয়তো বর্তমান যুগে এত অশান্তি ঝামেলা সবই আস্তে আস্তে মুছে যাবে সবাই একত্রে বাঁচতে পারবে।

westbengal Barasat