Advertisment

Digha: মাত্র ৪৫ টাকায় হাওড়া থেকে দিঘা, কীভাবে? বাম্পার এই খবর আগে পড়ুন!

Digha Trip: বেড়ানোর ক্ষেত্রে ভ্রমণরসিক বাঙালিদের লিস্টে একেবারে উপরের দিকেই থাকে দিঘা, পুরী কিংবা দার্জিলিং। তবে কলকাতা থেকে দিঘার দূরত্ব কম হওয়ার কারণে পর্যটকদের একটা বড় অংশ পাড়ি জমায় পূর্ব মেদিনীপুরের এই সৈকত নগরীতে। দু-তিন দিনের ছুটিতে দিঘা ভ্রমণ একেবারে পারফেক্ট চয়েজ। এবার গুরুত্বপূর্ণ এই তথ্য জেনে নিতান্ত কম খরচে বেরিয়ে আসুন দিঘা থেকে।

author-image
Nilotpal Sil
New Update
This route will cost only 45 rupees to go from Howrah to Digha, মাত্র ৪৫ টাকাতেই হাওড়া থেকে দিঘা

Digha: দিঘার অপরূপ সমুদ্র পাড়।

Howrah to Digha: ভ্রমণপিপাসু বাঙালিদের জন্য দারুণ খবর! বেড়ানোর ক্ষেত্রে বাঙালির লিস্টে একেবারে উপরের দিকে থাকে দিঘা, পুরী কিংবা দার্জিলিং। কলকাতা থেকে দিঘার দূরত্ব কম হওয়ার কারণে পর্যটকদের একটা বড় অংশ পাড়ি জমায় পূর্ব মেদিনীপুরের এই সৈকত নগরীতে। দু-তিন দিনের ছুটিতে দিঘা ট্রিপ একেবারে পারফেক্ট চয়েজ। এবার গুরুত্বপূর্ণ এই তথ্য জেনে নামমাত্র খরচে বেরিয়ে আসুন দিঘা থেকে।

Advertisment

সড়ক পথের পাশাপাশি রেলপথেও কলকাতা থেকে দিঘায় যাওয়া যায়। এবার মাত্র ৪৫ টাকা খরচ করলেই কেল্লা-ফতে! সহজেই হাওড়া থেকে দিঘা বেরিয়ে আসতে পারবেন। যাওয়া-আসা মিলিয়ে খরচ পড়বে মাত্র ৯০ টাকা। কীভাবে? বিশেষ এই প্রতিবেদনে মিলবে সে ব্যাপারে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য।

কলকাতা থেকে দিঘা যাওয়ার আরও একটি বিশেষ রুট রয়েছে। হাওড়া থেকে মেচেদা অবধি লোকাল ট্রেনের ভাড়া মাত্র ১৫ টাকা। আর একবার আপনি মেচেদায় পৌঁছে যেতে পারলেই সেখান থেকে লোকাল ট্রেনে মাত্র ৩০ টাকা খরচ করেই পৌঁছে যেতে পারবেন দিঘায়। অর্থাৎ হাওড়া থেকে দিঘা যেতে আপনার খরচ পড়বে মাত্র ৪৫ টাকা।

আরও পড়ুন- Travel: কলকাতার কাছেই ফাটাফাটি ৫ নতুন সমুদ্র সৈকত আবিষ্কার! বাংলার পর্যটনের মুকুটে নয়া পালক!

এই রুট ধরেই যদি আপনি ফেরেন তাহলে একইভাবে ৪৫ টাকা খরচ করে দিঘা থেকে হাওড়ায় ফিরে আসতে পারবেন। এই রুটে হাওড়া থেকে লোকাল ট্রেনে মেচেদা হয়ে দিঘা পৌঁছাতে আপনার সময় লাগতে পারে পাঁচ ঘন্টার কাছাকাছি।

আরও পড়ুন- Indian Railways: ট্রেনে কনফার্ম টিকিট আপনার, সিটে অন্য কেউ? সহজ এই কাজেই আসনের দখল নিন

তাহলে আর দেরি কেন? এবার কম খরচের এই রুটেই বেরিয়ে আসুন দিঘা থেকে। কম খরচে দিঘা যাওয়া-আসার এমন নজরকাড়া রুট সম্পর্কে জানান বাকিদেরও। সকালের দিকেই হাওড়া থেকে মেচেদা যাওয়ার একাধিক লোকাল ট্রেন পেয়ে যাবেন। মেচেদা স্টেশন থেকে দিঘা যাওয়ার লোকাল ট্রেন প্রতিদিন ছাড়ে সকাল সাড়ে আটটায়। ওই সময়ের আগে মেদেদায় নেমে পড়চতে পারলেই কেল্লাফতে।

আরও পড়ুন- Train movement in Sealdah Section: শিয়ালদহ শাখার ট্রেনে যাতায়াত করেন? এখবর আগে পড়ুন! নয়তো দুর্ভোগের শেষ থাকবে না

Howrah West Bengal Digha travel
Advertisment