Advertisment

এবার 'নো ভোট টু মমতা', শুভেন্দু-সন্ময়ের হাতে হাত রেখে স্লোগান কৌস্তভের

'পিসি-ভাইপোকে' সরানোর সঠিক মঞ্চটা কী, সেটা তিনি (কৌস্তভ) ভালো করেই জানেন, বললেন শুভেন্দু

author-image
IE Bangla Web Desk
New Update
Suvendu-Sanmoy-Koustav

হাতে হাত শুভেন্দু-সন্ময়-কৌস্তভের।

এবার শুভেন্দু অধিকারী, সন্ময় বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে হাতে হাত রেখে কৌস্তভ বাগচি ডাক দিলেন 'নো ভোট টু মমতা'। একইসঙ্গে বাড়ালেন তাঁর বিজেপি যোগদান নিয়ে জল্পনাও। সম্প্রতি প্রকাশ্যে বিভিন্ন সময় শুভেন্দু অধিকারীর সঙ্গে কংগ্রেসের কৌস্তভ বাগচিকে একসঙ্গে দেখা গিয়েছে। তাঁর একসঙ্গে মিছিলও করেছেন। যাতে কৌস্তভ বাগচির বিজেপিতে যোগদানের জল্পনা উসকে উঠেছে। সেই জল্পনাকে জিইয়ে রেখেই সোমবার কৌস্তভ বলেন, 'পশ্চিমবঙ্গে বিকল্প রাজনীতির প্রয়োজন। অসুর শক্তির বিনাশ হোক।'

Advertisment

তাঁকে প্রশ্ন করা হয়েছিল, তিনি কি তাহলে বিজেপিতে যোগ দিচ্ছেন? সেই প্রশ্নকে কার্যত ধোঁয়াশায় রেখে সোমবার কৌস্তভ বলেন, 'আমি এখনই এনিয়ে কোনও কথা বলছি না। শুভেন্দুদাও আমাকে বলেনি। আমি কোথাও বলিনি যে বিজেপিতে যোগ দিচ্ছি। আমি বিকল্প দল বলছি না। বিকল্প রাজনীতি বাংলায় অবিলম্বে দরকার বলছি।' পালটা কৌস্তভকে সাংবাদিকরা প্রশ্ন করেন, তিনি যে বিকল্প রাজনীতির কথা বলছেন, তার নেতৃত্বে কি অধীর চৌধুরী থাকতে পারেন? জবাবে দলত্যাগের জল্পনা বাড়িয়ে কৌস্তভ বলেন, 'আমি বলছি যে বিরোধী দলনেতা হিসেবে শুভেন্দু অধিকারীর ভূমিকা কোনওভাবে অস্বীকার করা যায় না। উনি যেভাবে বিরোধী রাজনৈতির নেতৃত্ব দিচ্ছেন, সেই ভূমিকা নিয়ে কোনও প্রশ্ন নেই।' পালটা কৌস্তভকে প্রশ্ন করা হয়, কংগ্রেসে কি তেমন নেতৃত্ব দেওয়ার মত নেতা নেই? জবাবে কৌস্তভ কোনও উত্তর দেননি।

কৌস্তভের পাশেই ছিলেন প্রাক্তন কংগ্রেসি তথা বর্তমানে বিজেপির ঘরের ছেলে সন্ময় বন্দ্যোপাধ্যায়। তাঁকে সাংবাদিকরা প্রশ্ন করেন, তিনি কি কৌস্তভকে বিজেপিতে চলে আসার কথা বলবেন? জবাবে সন্ময় বন্দ্যোপাধ্যায় বলেন, 'কৌস্তভ যথেষ্ট অভিজ্ঞ। যথেষ্ট চিন্তাশীল মানুষ। ওর সিদ্ধান্ত ওই নেবে। লড়াইটা একক নয়, বৃহত্তম লড়াই।' সেই সময় সন্ময় বন্দ্যোপাধ্যায়ের মুখের কথা কার্যত কেড়ে নিয়ে শুভেন্দু অধিকারী বলেন, 'নো, ভোট টু মমতা।'

শুভেন্দু অধিকারীকে সাংবাদিকরা প্রশ্ন করেন, তাঁর সঙ্গে কৌস্তুভের কি আচমকাই দেখা হয়ে গেল? জবাবে শুভেন্দু বলেন, 'এটা একদমই দেখা হয়ে যাওয়া। তবে, আসার আগে একটু কথা হয়েছিল। সৌজন্য বিনিময় হচ্ছিল। আমি বললাম, সন্ময়দার বাড়ি যাচ্ছি। উনি (কৌস্তভ) বললেন আমারও তো বিকেলের দিকে যাওয়ার কথা আছে। বললাম, ঠিক আছে। সাড়ে তিনটের দিকে যদি আসতে পার, দেখা হয়ে যাবে। আসার প্ল্যান ছিল। টাইমটা একটু অ্যাডজাস্ট করে চলে এলাম। ও হয়তো পাঁচটায় আসত। আমি হয়তো দুটোয় আসতাম। মাঝামাঝি একটা কিছু হয়েছে।'

আরও পড়ুন- রাজ্যপালের ‘সৌজন্য’ সংস্কৃতি, আনন্দ-আস্থায় ফের যেন হোঁচট বঙ্গ বিজেপির!

শুভেন্দু অধিকারীকে প্রশ্ন করা হয়, আপনি কি চান কৌস্তভ বিজেপিতে আসুক? জবাবে শুভেন্দু অধিকারী বলেন, 'ও যথেষ্ট ম্যাচিওরড, এডুকেটেড ছেলে। নিজের সিদ্ধান্ত নিজে নেওয়ার ক্ষমতা রাখে। একটা লক্ষ্য থাকে তো! তার জন্য প্ল্যাটফর্ম বেছে নিতে হয়। মমতা ব্যানার্জি যখন তৃণমূল কংগ্রেস করলেন, আমরা মনে করলাম এটাই সঠিক মঞ্চ। এখন লক্ষ্য হল পিসি-ভাইপোকে সরাতে হবে। সেখানে সঠিক মঞ্চটা কী, সেটা উনি (কৌস্তভ) ভাল করেই জানেন।'

abhishek banerjee koustav bagchi Suvendu Adhikari bjp tmc Mamata Banerjee
Advertisment