Advertisment

বর্ধমানে বিজেপি কর্মী হত্যায় ধৃত তিন

সন্দীপ হত্যার পেছনে তৃণমূলের হাত রয়েছে বলে অভিযোগ করেছে রাজ্য বিজেপি। তৃণমূল অবশ্য সব অভিযোগ অস্বীকার করেছে।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

পশ্চিম বর্ধমানের কংসায় বিজেপি কর্মী খুনের ঘটনায় মঙ্গলবার তিনজনকে আটক করেছে পুলিশ। রবিবার রাতে কংসার বিজেপি বুথ সভাপতি সন্দীপ ঘোষ নিহত হন দুষ্কৃতীদের গুলিতে।

Advertisment

সূত্রের খবর অনুযায়ী, ধৃতদের নাম সুকুমার সাহা, জাহারুল মিরদা, এবং শেখ হিরণ। ধৃতদের ন'দিনের পুলিশি হেফাজতে রাখা হয়েছে। আরেক অভিযুক্ত শেখ সইফুলের খোঁজ চলছে।

"দায়ের করা অভিযোগের ভিত্তিতে তিনজনকে আটক করা হয়েছে। আরেক অভিযুক্তের খোঁজ চলছে", জানিয়েছেন এক পুলিশ আধিকারিক।

রবিবার রাতে কংসা ব্লকের বুথ সভাপতি ২১ বছরের সন্দীপ ঘোষ নিহত হন দুষ্কৃতীদের গুলিতে। রাত ১০ টার সময় বিজেপি-র ব্লক স্তরের বৈঠক সেরে মালানদীঘি অঞ্চলের সরস্বতীগঞ্জ থেকে ফিরছিলেন সন্দীপ। সন্দীপ হত্যার পেছনে তৃণমূলের হাত রয়েছে বলে অভিযোগ করেছে রাজ্য বিজেপি। তৃণমূল অবশ্য সব অভিযোগ অস্বীকার করেছে।
সন্দীপ ঘোষের মৃত্যু ঘিরে দুর্গাপুরে বিজেপি বিক্ষোভের দিনই বেশ কয়েকজন কর্মীকে আটক করেছে পুলিশ। বিজেপি-র রাজ্য স্তরের সাধারণ সম্পাদক সায়ন্তন বসু এবং দলের মহিলা শাখার সভাপতি লকেট চট্টোপাধ্যায়কে গ্রেফতার করেছিল পুলিশ। পরে অবশ্য ছেড়ে দেওয়া হয়েছে তাঁদের।

"আমাদের দলের কর্মীর প্রতি শ্রদ্ধা জানাতে আমরা এখানে জমায়েত হয়েছি। ন্যায়বিচার না পাওয়া পর্যন্ত লড়ে যাব আমরা", জানিয়েছেন সায়ন্তন।

Read the full story in English

Advertisment