রাজ্যজুড়ে পুরোদমে সক্রিয় মৌসুমী বায়ু। শেষমেশ দক্ষিণবঙ্গের সব জেলাতেই ঢুকে পড়েছে মৌসুমী বায়ু। আগামী কয়েকদিন ধরে দফায়-দফায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও-কোথাও বজ্রবিদ্যুৎ- সহ বৃষ্টি আবার কোথাওবা বৃষ্টির সঙ্গেই থাকবে ঝোড়ো হাওয়ার দাপট।
আগামী মঙ্গলবার পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, আজ শনিবার ও আগামিকাল রবিবার হাওড়া, হুগলি, দুই মেদিনীপুর, মুর্শিদাবাদ, নদিয়া, ঝড়গ্রাম, বীরভূমে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আরও পড়ুন- চিকিৎসক প্রজ্ঞাদীপার মৃত্যু: হেফাজতে লিভ-ইন-পার্টনার, খুনের তত্ত্বই ক্রমশ জোরাল
আজ বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে শহর কলকাতায়। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুই চব্বিশ পরগনা, হাওড়া, হুগলি, দুই মেদিনীপুরে। বর্ষা উত্তরবঙ্গে ঢুকে থমকে দাঁড়িয়েছিল টানা কয়েকদিন। তবে এবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই বর্ষা ঢুকে পড়েছে। যার প্রভাব টের পাওয়া যাচ্ছে শনিবার সকাল থেকেই। আপাতত আগামী কয়েকদিন দফায়-দফায় বৃষ্টি চলবে গোটা রাজ্যজুড়ে। বৃষ্টির হাত ধরে তাপমাত্রাও খানিকটা কমবে।