খানিকটা হলেও স্বস্তি। আবহাওয়া দফতর জানিয়েছে, ধেয়ে আসছে কালবৈশাখী। চারদিন ব্যাপী কড়া রোদে যে হারে নাজেহাল হয়ে উঠেছিল রাজ্যবাসী, সেই গরম থেকে সাময়িক স্বস্তি মিলতে পারে এই বৃষ্টিতে। বৈশাখের মধ্যগগনে তাপমাত্রার পারদ ছুঁয়েছে ৪০ ডিগ্রী।
কালবৈশাখীর দেখা মিলবে রাজ্যের বিভিন্ন অঞ্চলে। ঝোড়ো হাওয়া ও বজ্রপাত সহ রয়েছে বৃষ্টির সম্ভাবনা। বীরভূম, মুর্শিদাবাদ, বর্ধমান সহ পশ্চিমবঙ্গের একাধিক অঞ্চলে কিছুক্ষণের মধ্যেই শুরু হবে বৃষ্টি। ইতিমধ্যে বৃষ্টিপাত শুরু হয়েছে নদীয়া, বর্ধমান ও বীরভূমে। এক থেকে তিন ঘণ্টা এক নাগাড়ে বৃষ্টি হবে বলে জানিয়েছে হাওয়া অফিস।
আরও পড়ুন: কবে হবে বৃষ্টি? কী বলছে পূর্বাভাস?
এদিকে আর কিছুক্ষণের মধ্যে দক্ষিণবঙ্গেও হানা দেবে কালবৈশাখী। সন্ধে ৬টা থেকে ৪৫ কিলোমিটার বেগে বয়ে যাবে ঝোড়ো হাওয়া। গরম থেকে খানিক স্বস্তি পেতে চলেছে কলকাতা,হাওড়া, হুগলি সহ বেশ কিছু অঞ্চল। এখানেও এক থেকে তিন ঘণ্টা বৃষ্টিপাত হতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস।