West Bengal Weather Update: সেই জলপাইগুড়িতেই ঝড়ের সতর্কতা আজও! তুমুল দুর্যোগ পূর্বাভাস আর কোন কোন জেলায়?

IMD Weather Forecast Update: রবিবার বিকেলের দিকে মাত্র কয়েক মিনিটের ঝড়ের দাপটে লণ্ডভণ্ড পরিস্থিতি হয় শহর জলপাইগুড়ি-সহ ময়নাগুড়ি, ধূপগুড়ির বিস্তীর্ণ এলাকায়। ঝড়ের তাণ্ডবে এড়ানো যায়নি প্রাণহানি। পাঁচজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে, আহতের সংখ্যা একশোর বেশি। ঝড়ের দাপটে প্রায় নিশ্চিহ্ন হয়ে গিয়েছে বহু কাঁচা বাড়ি। ল্যাম্পপোস্ট, গাছ, বাঁশঝাড় উপড়ে ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে। সেই ভয়াল স্মৃতি এখনও টাটকা। সোমবার নতুন করে সেই জলপাইগুড়িতেই ফের ঝড়ের সতর্কতায় উদ্বেগ বাড়ছে।

IMD Weather Forecast Update: রবিবার বিকেলের দিকে মাত্র কয়েক মিনিটের ঝড়ের দাপটে লণ্ডভণ্ড পরিস্থিতি হয় শহর জলপাইগুড়ি-সহ ময়নাগুড়ি, ধূপগুড়ির বিস্তীর্ণ এলাকায়। ঝড়ের তাণ্ডবে এড়ানো যায়নি প্রাণহানি। পাঁচজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে, আহতের সংখ্যা একশোর বেশি। ঝড়ের দাপটে প্রায় নিশ্চিহ্ন হয়ে গিয়েছে বহু কাঁচা বাড়ি। ল্যাম্পপোস্ট, গাছ, বাঁশঝাড় উপড়ে ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে। সেই ভয়াল স্মৃতি এখনও টাটকা। সোমবার নতুন করে সেই জলপাইগুড়িতেই ফের ঝড়ের সতর্কতায় উদ্বেগ বাড়ছে।

IE Bangla Web Desk & Nilotpal Sil
New Update
Weather Update | Kolkata Weather Forecast | IMD Weather Update

West Bengal Weather Update: ফের দুর্যোগের সতর্কতা।

IMD Weather Update Today April 1: ঝড় (Storm) নিয়ে আবারও সতর্ক করল আবহাওয়া দফতর। উত্তরবঙ্গের তিন জেলায় আজ সোমবারেও ঝড়ের সতর্কতা জারি হয়েছে। পার্বত্য জেলা দার্জিলিঙেও (Darjeeling) ঝড়-বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের। জলপাইগুড়ি, কোচবিহার, দার্জলিঙের মতো জেলাগুলিতে এই পর্বে মঙ্গলবার পর্যন্ত ঝড়-বৃষ্টির দাপট থাকতে পারে বলে সতর্ক করে দেওয়া হয়েছে। দক্ষিণবঙ্গের জেলাগুলির জন্যও করুণ আপডেট আবহাওয়া দফতরের।

Advertisment

আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, উত্তরবঙ্গের একাধিক জেলায় সোমবারেও দুর্যোগ চলবে। এদিন জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, মালদা, দুই দিনাজপুরে বৃষ্টির (Rainfall) সম্ভাবনা রয়েছে। জলপাইগুড়ি-সহ কয়েকটি জেলায় বৃষ্টির পাশাপাশি প্রবল ঝোড়ো হাওয়ার দাপট থাকতে পারে। কোনও কোনও জেলায় শিলাবৃষ্টি হতে পারে। উত্তরবঙ্গের (North Bengal) একাধিক জেলায় এই পর্বে আগামিকাল অর্থাৎ মঙ্গলবার পর্যন্ত এমনই পরিস্থিতি থাকবে। বুধবার থেকে উত্তরবঙ্গের জেলাগুলিতে আবহাওয়ার উন্নতি হতে পারে।

আরও পড়ুন- Jalpaiguri Storm: হাতের কাছে ‘সব’ পেয়েই রাক্ষুসে রূপ ঝড়ের! প্রকৃতির রোষের ভয়াল স্মৃতি কাটছেই না…

Advertisment

রবিবার বিকেলে মাত্র কয়েক মিনিটের ঝড়ের দাপটে লণ্ডভণ্ড পরিস্থিতি হয়েছে জলপাইগুড়ি শহর-সহ ময়নাগুড়ি, ধূপগুড়ির বিস্তীর্ণ এলাকায় (Jalpaiguri Storm)। ঝড়ের তাণ্ডবলীলায় এড়ানো যায়নি প্রাণহানি। পাঁচজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে, আহতের সংখ্যা একশোর বেশি। ঝড়ের দাপটে প্রায় নিশ্চিহ্ন হয়ে গিয়েছে বহু কাঁচা বাড়ি। ল্যাম্পপোস্ট, গাছ, বাঁশঝাড় উপড়ে ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে। সেই ভয়াল স্মৃতি এখনও টাটকা। সোমবার নতুন করে সেই জলপাইগুড়িতেই ফের ঝড়ের সতর্কতায় উদ্বেগ বাড়ছে।

আরও পড়ুন- Dilip Ghosh: বিরাট খবর! প্রার্থী পদ তুলে নিতে হবে দিলীপ ঘোষকে? কাঁপানো পদক্ষেপ কমিশনের!

একদিকে উত্তরবঙ্গের ঝড়-বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। তবে দক্ষিণবঙ্গের ক্ষেত্রেও রয়েছে করুণ পরিস্থিতি তৈরির ইঙ্গিত। আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা আরও বেড়ে যেতে পারে বলে মনে করছে হাওয়া অফিস। এমনকী বেশ কিছু এলাকায় তাপপ্রবাহের (Heat Wave) সতর্কতাও রয়েছে।

আরও পড়ুন- Exclusive: আশ্বাসে আর মন গলে না! হাজারো উপেক্ষা সয়ে এযেন ‘মুক্তিযুদ্ধ’ জারি বাংলার এই প্রান্তে!

আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, আর দিন চারেকের মধ্যেই পশ্চিমাঞ্চলের ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমানের মতো জেলাগুলিতে তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হতে পারে। ৪০ ডিগ্রির গণ্ডিও ছাড়িয়ে যেতে পারে পশ্চিমের একাধিক জেলার তাপমাত্রা। আপাতত দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা নেই বলেই মনে করছে আবহাওয়া দফতর।

Thunderstorm north bengal weather update Jalpaiguri Storm