এ শহরে এবার মাইসৌরের রাজা টিপু সুলতানের জন্মজয়ন্তী উদযাপন করা হবে। মঙ্গলবার টিপু সুলতানের জন্মজয়ন্তী পালনের উদ্যোগ নিয়েছে দুটি স্বেচ্ছাসেবী সংস্থা। একইসঙ্গে এই উদ্যোগে শামিল হয়েছেন মাইসৌরের রাজার উত্তরাধিকারীরাও। শুধু জন্মজয়ন্তী পালনই নয়, এ শহরে টিপু সুলতানের স্মৃতি স্বরূপ একটি মূর্তি গড়ারও দাবি তুলেছেন তাঁরা। উল্লেখ্য, গত বছর টিপু জয়ন্তী পালন করা নিয়ে কর্নাটক সরকারের সিদ্ধান্তের প্রেক্ষিতে সে রাজ্যে বিতর্ক বেধেছিল। দক্ষিণ পন্থী কয়েকটি সংগঠন এর বিরোধিতা জানিয়ে সরব হয়েছিল। এমনকি তাঁরা বনধও ডেকেছিলেন।
টিপু জয়ন্তী উদযাপন প্রসঙ্গে বিশ্বকোশ পরিষদের সম্পাদক পার্থ ভট্টাচার্য বলেন, ‘‘আমরা মনে করি, টিপু সুলতান সাম্প্রদায়িক সম্প্রীতির প্রতীক। যখন তাঁর রাজত্বে মারাঠা বাহিনী মন্দিরে হামলা চালিয়েছিলেন, শঙ্করাচার্য তাঁকে চিঠি লিখেছিলেন। টিপু সুলতান তা প্রতিরোধ করেছিলেন। শঙ্করাচার্য ও টিপু সুলতানের মধ্যে ৩৫টি চিঠি বিনিময় হয়েছিল সেসময়, যা আমরা পরে পেয়েছি।’’ প্রসঙ্গত, টিপু সুলতানের জন্মজয়ন্তী পালনের উদ্যোগ নিয়েছে বিশ্বকোষ পরিষদ ও সদভাবনা মঞ্চের মতো সংগঠন ও মাইসৌর রাজার উত্তরাধিকারীরা।
আরও পড়ুন, মিটেছে রেলের সব চাহিদাই, কিন্তু আজও অবহেলিত পীরতলা স্টেশন
অন্যদিকে, এদিন কলকাতা প্রেস ক্লাবে একটি সেমিনারেরও আয়োজন করা হচ্ছে, যেখানে টিপু সুলতানের উত্তরাধিকারী থাকবেন। টিপু সুলতানের এক উত্তরসূরী শাহিদ আলম বলেন, ‘‘কলকাতায় এই অনুষ্ঠানে টিপু সুলতানের সমস্ত উত্তরাধিকারীই থাকবেন। গতবছর টিপু জয়ন্তী নিয়ে অনেক বিতর্ক বেধেছিল। উনি মহান স্বাধীনতা সংগ্রামী ছিলেন। উনি দয়ালু রাজা ছিলেন, যিনি সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখেছিলেন। আমরা খুশি যে ওঁর জন্মদিন উদযাপন করা হচ্ছে।’’
Read the full story in English