/indian-express-bangla/media/media_files/2025/07/21/mamata-partha-2025-07-21-16-30-44.jpg)
TMC Shaheed Dibas: ধর্মতলায় একুশের সভামঞ্চে তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এক্সপ্রেস ফটো: পার্থ পাল।
/indian-express-bangla/media/media_files/2025/07/21/s7-2025-07-21-16-33-06.jpeg)
ধর্মতলামুখী তৃণমূলের কর্মী-সমর্থকরা।
TMC Shaheed Dibas: '২৬-এর বিধানসভা নির্বাচনের আগে এটাই ছিল তৃণমূলের শেষ একুশে জুলাইয়ের শহিদ সমাবেশ।
/indian-express-bangla/media/media_files/2025/07/21/jagannath-2025-07-21-16-36-20.jpg)
tmc shahid diwas: জগন্নাথ দেবের মূর্তি হাতে তৃণমূলকর্মীরা।
shahid diwas: রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আজ ধর্মতলায় তৃণমূলের শহিদ সমাবেশে এসে যোগ দেন তৃণমূলকর্মীরা। জগন্নাথ দেবের মূর্তি হাতে ধর্মতলার সভায় তৃণমূলের কর্মী-সমর্থকরা।
/indian-express-bangla/media/media_files/2025/07/21/pic-2025-07-21-16-39-38.jpg)
TMC Shaheed Dibas: একুশের সভাস্থল জমজমাট।
TMC Martyr day rally: সোমবার তৃণমূলের একুশে জুলাইয়ের সভায় ধর্মতলায় তৃণমূলের এই কর্মীরা বাঙালি প্রধানমন্ত্রী চেয়ে ফেস্টুন হাতে সামিল হয়েছেন।
/indian-express-bangla/media/media_files/2025/07/21/s-9-2025-07-21-16-42-04.jpeg)
TMC 21 July rally: মমতা-অভিষেকের ছবির প্ল্যাকার্ড হাতে সভাস্থলে।
TMC Shaheed Dibas: ধর্মতলার সভাস্থলের পথে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্ল্যাকার্ড হাতে তৃণমূল কর্মীরা।
/indian-express-bangla/media/media_files/2025/07/21/dharma-2025-07-21-16-44-08.jpg)
TMC Martyr day rally: একুশের সভাস্থলে তৃণমূলকর্মীদের উপচে পড়া ভিড়।
TMC Shaheed Dibas: ২০২৬ সালের লোকসভা নির্বাচনের আগে এটাই ছিল তৃণমূলের শেষ একুশে জুলাইয়ের কর্মসূচি। ধর্মতলার সভাস্থলে উপচে পড়া ভিড়।
/indian-express-bangla/media/media_files/2025/07/21/s10-2025-07-21-16-46-50.jpeg)
TMC Shaheed Dibas: একুশে জুলাইয়ের সভাস্থলের টুকরো ছবি।
TMC Shaheed Dibas: বেলা বাড়তেই ধর্মতলার সভাস্থলে ভিড়ও বাড়তে থাকে তৃণমূলের কর্মী-সমর্থকদের। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে এদিন তৃণমূলের কর্মীরা ভিড় জমিয়েছিলেন কলকাতায়।
/indian-express-bangla/media/media_files/2025/07/21/tmc-2-2025-07-21-16-49-58.jpg)
TMC 21 July rally: দলনেত্রীর ভাষণ শুনছেন কর্মীরা।
TMC Shaheed Dibas: একুশের মঞ্চ থেকেই '২৬-এর লড়াইয়ের বার্তা দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, অবিষেক বন্দ্যোপাধ্য়ায়রা। ধর্মতলার সভাস্থলে দলীয় নেতৃত্বের ভাষণ শুনছেন তৃণমূল কর্মীরা।
/indian-express-bangla/media/media_files/2025/07/21/1000192025-2025-07-21-17-55-07.jpg)
21 july rally: ধর্মতলায় একুশের সভাস্থলে তৃণমূল নেতাদের ভিড়।
TMC Shahid Diwas: তৃণমূলের একুশে জুলাইয়ের সভাস্থলে হাজির রাজ্যের প্রাক্তন মুখ্য সচিব মনীশ গুপ্ত। ১৯৯৩ সালের একুশে জুলাই এই মনীশ গুপ্ত সেই সময় যুব কংগ্রেসের বিক্ষোভ সামাল দিতে গুলি চালানোর নির্দেশ দিয়েছিলেন বলে অনেকে দাবি করেন।