Advertisment

আনন্দ বৈঠক শেষ, রাজভবন থেকে বেরিয়ে ফের ধর্নামঞ্চে অভিষেকরা

কেন্দ্রীয় বঞ্চনার একগুচ্ছ অভিযোগ নিয়ে রাজ্যপালের সঙ্গে সাক্ষাতে তৃণমূল প্রতিনিধি দল।

author-image
IE Bangla Web Desk
New Update
tmc abhisek banerjee kolkata cv ananda bose raj bhavan dharna update

রাজ্যপালের সঙ্গে বৈঠকে অভিষেক বন্দ্যোপাধ্যায়।

মিনিট কুড়িতেই রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ শেষ অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ তৃণমূলের প্রতিনিধি দলের। রাজভবন থেকে বেরিয়ে ফের রাজভবন সংলগ্ন ধর্নামঞ্চেই বসলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পদক। সূত্রের খবর, বাংলার বঞ্চিতদের বকেয়া অর্থের দাবি জানানো হয়েছে সিভি আনন্দ বোসের কাছে। বকেয়া টাকা আদায়ের জন্য কেন্দ্রের কাছে দরবার করার দাবি তোলে তৃণমূল। প্রশ্ন তোলা হয় যে, 'কোন আইনে কাজ করার পরেও টাকা রাখা হয়েছে?'

Advertisment

সোমবার বিকেলে তৃণমূল প্রতিনিধি দলকে সাক্ষাতের সময় দিয়েছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। সেই মতো বিকেল ৪টে নাগাদ রাজভবনে ঢোকেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এদিন তৃণমূলের সেকেন্ড ইন কম্যান্ডের সঙ্গে ছিলেন কেন্দ্রীয় প্রকল্পে কাজ করে টাকা না পাওয়া ৭ বঞ্চিতও।

রবিবার রাতেই রাজভবনে ফেরেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। দার্জিলিং থেকে কলকাতায় ফেরেন বোস। যদিও গতরাতেও রাজভবনের উত্তর গেটের সামনে অভিষেক বন্দ্যোপাধ্যায় ধর্নায় ছিলেন। গতরাতে রাজ্যপাল ফেরার পরেই তৃণমূলের তরফে তাঁর সঙ্গে যোগাযোগ করা হয় বলে খবর মিলেছে। সোমবার বিকেলেই তৃণমূলের প্রতিনিধিদের সঙ্গে রাজ্যপাল সাক্ষাৎ করার সময় দিয়েছিলেন। সেই মতো রাজ্যপালের সঙ্গে সরাসরি সাক্ষাতে তৃণমূল প্রতিনিধি দল।

কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদে সোচ্চার তৃণমূল। কেন্দ্রের কাছে রাজ্যের বকেয়া টাকার পরিমাণ ১ লক্ষ কোটি টাকারও বেশি বলে দাবি। দিল্লিতে গিয়ে ১০০ দিনের কাজ-সহ কেন্দ্রীয় প্রকল্পে টাকা আটকে রাখা নিয়ে বিক্ষোভ দেখিয়েছে তৃণমূল। দিল্লিতে কেন্দ্রীয় কৃষি প্রতিমন্ত্রীর দফতরে গিয়ে বিক্ষোভে ফেটে পড়ে জোড়াফুল। যদিও সেই বিক্ষোভ ঘিরেই উত্তাল পরিস্থিতি তৈরি হয়। অভিষেক-সহ তৃণমূল সাংসদ-মন্ত্রীদের টেনে হিঁচড়ে সরিয়ে দেয় পুলিশ। কেন্দ্রের পপ্রতিনিধি রাজ্যপাল। সুতরাং কেন্দ্রীয় বঞ্চনা নিয়ে এরপর সিভি আনন্দ বোসের সঙ্গেই দেখা করার চেষ্টা চালায় তৃণমূল।

আরও পড়ুন- রাজভবনের সামনে তৃণমূলের লাগাতার ধর্না, শেষমেশ কোন পদক্ষেপ রাজ্যপালের?

যদিও রাজ্যপাল কলকাতায় না থাকায় তখনই সেই সাক্ষাৎ হয়নি। কলকাতায় ফিরে এরপর রাজভবনের সামনে মঞ্চ বেঁধে টানা ধর্না চালাচ্ছে তৃণমূল। অভিষেক বন্দ্যোপাধ্যায় স্পষ্ট ভাবে জানিয়ে দেন রাজ্যপাল তাঁদের সঙ্গে দেখা না করা পর্যন্ত ধর্না উঠবে না। এরই মধ্যে দার্জিলিঙের রাজভবনে তৃণমূলের প্রতিনিধিদের সঙ্গে দিন কয়েক আগেই বৈঠক করেন রাজ্যপাল সিভি আনন্দ বোস।

অভিষেক জানান, কলকাতায় ফিরে রাজভবনে তাঁদের সঙ্গে রাজ্যপালের বৈঠক হবে, তারপরেই উঠবে ধর্না। এবার বহু প্রতীক্ষিত সেই বৈঠকও শুরু রাজভবনে। গত ৫ দিন ধরে রাজভবনের উত্তর গেটের সামনে চলা তৃণমূলের ধর্না অবস্থানও এবার ওঠার মুখে।

tmc abhishek banerjee West Bengal cv ananda bose
Advertisment