এবার মেঘালয়েও বদলের ডাক অভিষেকের। দলের কর্মীসভায় বক্তৃতায় তেড়েফুঁড়ে আক্রমণ শানালেন বিজেপিকে। মেঘালয়ে আগামী বছরের ফেব্রুয়ারিতেই বিধানসভা ভোট। তার আগে এখন থেকেই দলের কর্মীদের কোমর বেঁধে রাজনৈতিক লড়াইয়ে নেমে পড়ার আহ্বান তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের। 'বাংলা পারলে মেঘালয় কেন পারবে না', দলের রাজ্য নেতৃত্বকে এবার সামনে থেকে লড়াইয়ের বার্তা তৃণমূল সাংসদের।
তৃণমূলের মিশন মেঘালয়। তিন দিনের সফরে ঠাসা কর্মসূচি নিয়ে মেঘালয়ে গিয়েছেন মমতা-অভিষেক। গতকাল মেঘালয়ে পৌঁছে বেশ কয়েকটি কর্মসূচি সেরেছেন তাঁরা। আজ দলের কর্মী সম্মেলনে ভাষণ দিতে গিয়ে মেঘালয়ে পরিবর্তনের ডাক দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বছর ঘুরলেই উত্তর-পূর্বের এই রাজ্যে বিধানসভা নির্বাচন। তার আগে দলের রাজ্য নেতৃত্বকে সরকারের গঠনমূলক সমালোচনায় আরও বেশি সোচ্চার হতে আহ্বান তৃণমূল নেতার।
এদিন কর্মী সম্মেলনে অভিষেক বলেন, ''মেঘালয় পরিবর্তনের অপেক্ষায়। মেঘালয়কে শাসন করবে মেঘালয়ের মানুষ। মেঘালয় গুয়াহাটি থেকে শাসন করা যাবে না। অন্য রাজ্যের কাছে মাথা নত করবে না মেঘালয়। আগামী ২ মাস লড়াই করতে হবে। স্বৈরতান্ত্রিক শক্তির বিরুদ্ধে মেঘালয়বাসীর পাশে থাকবে তৃণমূল। মেঘালয়কে তার হৃত সম্মান ফিরিয়ে দিতে হবে। বাংলা পারলে মেঘালয় কেন পারবে না? মেঘালয়ের মানুষের অধিকারের পক্ষে লড়বে তৃণমূল।''
আরও পড়ুন- ‘বাংলায় ক্ষমতার অপব্যবহার, যা খুশি তাই করছে BJP’, শিলঙে সোচ্চার মমতা
এরই পাশাপাশি এদিন বিজেপিকে আক্রমণ করতে গিয়ে এজেন্সি তোপ অভিষেকের। তৃণমূল সাংসদের কথায়, ''তৃণমূল দেশের একমাত্র দল যাদের এজেন্সি দিয়ে ভয় দেখায় বিজেপি। দিল্লির উচ্চ মিনারে যাঁরা বসে আছেন তাঁরা এবার শিক্ষা পাবেন।'' আগামী বছরের ফেব্রুয়ারি মাসে উত্তর-পূর্বের রাজ্য মেঘালয়ে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে। বিধানসভা নির্বাচনে লড়াইয়ের ক্ষেত্রে এখন থেকেই দলের কর্মীদের কোমর বাঁধার ডাক অভিষেকের।
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পাশাপাশি এদিন একইভাবে ওই মঞ্চে দাঁড়িয়েই বিজেপিকে তুলোধনা করেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ও। তৃণমূলনেত্রীর মুখে বারবার এদিন এসেছে বাংলার প্রসঙ্গ। পশ্চিমবঙ্গে বিজেপি ক্ষমতার অপব্যবহার করছে বলে অভিযোগ মমতার। তাঁর কথায়, ”পশ্চিমবঙ্গে বিজেপি ক্ষমতার অপব্যবহার করে যা খুশি তাই করছে। বাংলায় সরকার গড়তে সবরকম চেষ্টা করেছিল। বিজেপির সব চেষ্টা ব্যর্থ হয়েছে।”