তৃণমূলের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তুললেন এই বিজেপি প্রার্থী।
ভোট গণনার দিনেও তুমুল অশান্তি রাজ্যের বিভিন্ন প্রান্তে। একাধিক এলাকায় বিরোধী প্রার্থী ও এজেন্টদের গণনাকেন্দ্রে ঢুকতে বাধা দেওয়ার অভিযোগ। হাওড়ায় গণনাকেন্দ্রে ঢুকতে গেলে বাধা বিজেপির মহিলা প্রার্থীকে। টেনে হিঁচড়ে তাঁর পোশাক ছিঁড়ে দেওয়ার অভিযোগ। মেরে মাথা ফাটিয়ে দেওয়া হয় বেশ কয়েকজন বিজেপি কর্মীর। শাসকদল তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ গেরুয়া দলের।
Advertisment
পঞ্চায়েত ভোটের দিন রাজ্যের একাধিক এলাকা থেকে অশান্তির খবর সামনে অসছে। একাধিক জায়গায় বিরোধী দলের এজেন্টদের শাসক দল তৃণমূলের কর্মীরা মেরে গণনা কেন্দ্র থেকে বার করে দিচ্ছে বলে অভিযোগ। তবে এখন পর্যন্ত সবচেয়ে বড় অঘটনটি ঘটেছে হাওড়ায়। অভিযোগ, চরপাড়া গ্রাম পঞ্চায়েতের বিজেপি প্রার্থী পুতুল গায়েনের পোশাক ছিঁড়ে তৃণমূলের দুষ্কৃতীরা ছিঁড়ে দেয়। এমনকী বাধা দিতে গেলে মেরে মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে বেশ কয়েকজন বিজেপি কর্মীরও।
ঘটনার প্রতিবাদে গণনা কেন্দ্রের বাইরে তুমুল বিক্ষোভ বিজেপি কর্মী-সমর্থকদের। গণনাকেন্দ্রেও ভোট চুরির অভিযোগ শাসকদলের বিরুদ্ধে। পরিস্থিতি সামাল দিতে মোতায়েন পুলিশ। তবে পুলিশের ভূমিকায় যারপরনাই ক্ষুব্ধ বিরোধী বিজেপি থেকে শুরু করে অন্য বিরোধী দল।