মারতে মারতে আধমরা করে দিয়েছিল দুষ্কৃতীরা, জল চাইলে মুখে প্রস্রাব করে দেওয়া হয় বলে অভিযোগ। শাসকদল তৃণমূলের বিরুদ্ধে এই মারাত্মক অভিযোগ তুলেছে বিজেপি। পশ্চিম মেদিনীপুরের গড়বেতার ঘটনা। অভিযোগ, ভোটের দিনেই হুমকি দেওয়া হয়েছিল বিজেপির ওই পোলিং এজেন্টকে। ভোট মিটতেই তুলে নিয়ে গিয়ে বেধড়ক মারধর। সংজ্ঞা হারানোর দশায় জল চান ওই বিজেপি কর্মী। জলের বদলে তাঁর মুখে প্রস্রাব করে দেওয়া হয় বলে অভিযোগ উটেছে। যদিও মারাত্মক এই অভিযোগ অস্বীকার করেছে শাসকদল।
অভিযোগ, গড়বেতার ওই বিজেপি পোলিং এজেন্টকে ভোটের দিনেই হুমকি দিয়েছিল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। বিজেপির রাজ্য সহ সভাপতি সমিতকুমার দাসের অভিযোগ, 'বিজয় মিছিল করছিল তৃণমূল। সেই সময়ে আমাদের ওই পোলিং এজেন্টের কাছ থেকে পিকনিকের জন্য টাকা চায় কয়েকজন। এরপরেই চার-পাঁচজন মত্ত অবস্থায় ওঁকে তুলে নিয়ে যায়। গড়বেতার মাইতা পার্টি অফিসে নিয়ে গিয়ে ওঁকে বেধড়ক মারধর করে। ও অজ্ঞান হয়ে যাচ্ছিল। সেই সময়ে ও জল খেতে চেযেছিল। ওঁর মুখে প্রস্রাব করে দেওয়া হয়।'
আরও পড়ুন- অগাস্টেই বাংলায় অমিত শাহ, ‘মেগা দলবদলে’ তোলপাড় পড়তে পারে বঙ্গ রাজনীতিতে!
এদিকে, এই মুহূর্তে হাসপাতালে ভর্তি রয়েছেন জখম বিজেপির ওই পোলিং এজেন্ট। তিনি নিজে মুখেও মারাত্মক এই অভিযোগ করেছেন। একটি ভিডিও ভাইরাল হয়েছে। যদিও ভিডিওটির সত্যতা যাচাই করেনি ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা। হাসপাতালের বেডে শুয়ে এক ব্যক্তি বলছেন, 'আমাকে এত মেরেছে আমি দাঁড়াতেই পারছিলাম না। আমাকে বলছে কাউকে বলবি যে আমরা তোকে মেরেছি…. তারপর বলল জল খাবি? আমি হ্যাঁ বলতেই গ্লাসে প্রস্রাব এনে মুখে ঢেলে দিল।'
যদিও বিজেপির এই অভিযোগ অস্বীকার করেছে শাসকদল তৃণমূল। তাঁদের বদনাম করতে রাজনৈতিক উদ্দেশ্যে এই অভিযোগ বিজেপি করছে বলে দাবি করেছেন শাসকদলের স্থানীয় নেতৃত্ব।