আবারও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের নিয়ন্ত্রণাধীন দিল্লি পুলিশকে চিঠি তৃণমূলের। ফের আগামী ২ অক্টোবর দিল্লিতে দলীয় কর্মসূচি করতে চেয়ে চিঠি বাংলার শাসকদলের। যদিও এর আগেও একবার দিল্লি পুলিশকে চিঠি লিখে এই একই আবেদন জানিয়েছিল তৃণমূল কংগ্রেস। সেবারও জোড়াফুলের আবেদন নাকচ করে দেয় শাহের পুলিশ।
আগামী ২ অক্টোবর দিল্লিতে যন্তর মন্তর, কৃষি ভবনের বাইরে ও কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী গিরিরাজ সিংহের বাড়ির বাইরে শান্তিপূর্ণভাবে অবস্থান কর্মসূচি পালন করতে চেয়ে এবার দিল্লি পুলিশকে চিঠি দিয়েছে তৃণমূল। গান্ধী জয়ন্তীতে দিল্লির রামলীলা ময়দান থেকে দিনভর একাধিক কর্মসূচির পরিকল্পনা নিয়েছিল বাংলার শাসকদল। তবে সেবার তৃণমূলকে দিল্লিতে কর্মসূচির অনুমতি দেয়নি পুলিশ। দিল্লি পুলিশের যুক্তি ছিল, এক্ষেত্রে তৃণমূল কংগ্রেসকে আরও আগে আবেদন করতে হতো।
আরও পড়ুন- প্রবল ঝড়-জলের জোরালো সম্ভাবনা! দক্ষিণবঙ্গের কোন কোন জেলায় আজ তুমুল বৃষ্টি?
যদিও তাঁদের কর্মসূচির আবেদন নাকচের পিছনে রাজনৈতিক অভিসন্ধি দেখছে তৃণমূল। দলের মুখপাত্র কুণাল ঘোষ সংবাদমাধ্যমে জানিয়েছেন, এর আগে ২৩ অগাস্ট তৃণমূলের তরফে ওই কর্মসূচির আবেদন জানিয়ে চিঠি দেওয়া হয়েছিল। পরে আঠাশ তারিখ দিল্লি পুলিশ সেই আবেদন নাকচ করে দেয়। এবার ফের একবার তৃণমূলের তরফে তাঁদের দলের কর্মসূচির আবেদন জানিয়ে চিঠি দেওয়া হল দিল্লি পুলিশকে।
এবার আগামী ২ অক্টোবরই দিল্লির যন্তর মন্তর, কৃষি ভবনের বাইরে ও কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী গিরিরাজ সিংহের বাড়ির বাইরে অবস্থান কর্মসূচি করতে চেয়ে দিল্লি পুলিশের কাছে আবেদন জানিয়ে চিঠি দিল তৃণমূল।