Advertisment

নজিরবিহীন মহাজোট, পঞ্চায়েতে হাতে হাত তৃণমূল-সিপিএমের!

রাজনীতিতে সবই সম্ভব।

IE Bangla Web Desk এবং Rajit Das
New Update
tmc and cpm alliance in kolaghat gp east midnapore against bjp in panchayat elecrion 2023 , নজিরবিহীন মহাজোট, প্রতিপক্ষ বিজেপিকে হারাতে হাতে হাত তৃণমূল-সিপিএমের

শত্রুর শত্রু আমার বন্ধু সমীকরণে একজোট তৃণমূল-সিপিআইএম।

যে দলের বিরুদ্ধে লড়াই করে মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজ্যপাট দখল, এখনও বিজেপির দোসর বলে যে দল-কে প্রায় রোজই তুলোধনা করছেন- সেই সিপিআইএমের সঙ্গেই এবার জোট বাঁধল তৃণমূল! নজিরবিহীন এই ঘটনা পূর্ব মেদিনীপুরের। শুভেন্দু অধিকারীর জেলার কোলাঘাট পঞ্চায়েতে এ বার বিজেপিকে রুখতে তৃণমূল এবং সিপিআইএম একজোট হয়ে প্রার্থী দিয়েছে!

Advertisment

২০১৮ সালের এই কোলাঘাট-২ পঞ্চায়েতের বোরোডাঙি গ্রামের ৯৬ নম্বর বুথে জয় পেয়েছিলেন বিজেপি প্রার্থী। যা পদ্ম শিবিরের থেকে ছিনিয়ে নিতে মরিয়া বাম-তৃণমূল। এবার তাই বিজেপিকে পর্যুদস্ত করতে জোট বেঁধেছে যুযুধান ঘাস-ফুল ও কাস্তে-হাতুড়ি। ২০২৩ সালের পঞ্চায়েত ভোটে কোলাঘাট-২ পঞ্চায়েতের ৯৬ নম্বর বুথে বিজেপির প্রতিপক্ষ নির্দল প্রার্থী। যাঁকে একযোগে সমর্থন করছে তৃণমূল ও সিপিআইএম। নির্দল হিসাবে লড়াই করছেন ওই জোটের প্রার্থী। অর্থাৎ, এই কেন্দ্রে বিজেপি প্রার্থী মিতা পালের সঙ্গে লড়াই বাম-তৃণমূল সমর্থিত নির্দল প্রার্থী অনিন্দিতা পালের।

ইতিমধ্যেই গ্রামের বিভিন্ন অঞ্চলে দেখা যাচ্ছে তৃণমূল এবং সিপিআইএমের মহাজোটের পোস্টার, ব্যানার। সেই সঙ্গে ঝুলছে তৃণমূল ও সিপিআইএমের দলীয় পতাকাও। নির্দল প্রার্থীর সঙ্গে ভোটের প্রচারে থাকছেন দুই দলের প্রতিনিধিরাও।

শুভেন্দুর জেলায় পঞ্চায়েতে ভালো ফল করা তৃণমূলের সামনে চ্যালেঞ্জ। তাহলে হঠাৎ ঘোর প্রতিদ্বন্দ্বির সঙ্গে কেন জোট? কোলাঘাট ব্লকের তৃণমূল সভাপতি অসীম মাজির দাবি, 'ওই বুথে তৃণমূলের প্রার্থী নিয়ে সমস্যা হয়েছিল। দলের উচ্চ নেতৃত্বেকে সব জানিয়েছিলাম। শেষ পর্যন্ত কোলাঘাট-২ পঞ্চায়েতের ৯৬ নম্বর বুথে নির্দল প্রার্থীকে সমর্থনের নির্দেশ এসেছে দলের উপর মহল থেকে।'

আরও পড়ুন- মমতা-অভিষেকের চরম পদক্ষেপ, কোপে তৃণমূলের ৫৬ নেতা-কর্মী!

নির্দল প্রার্থী অনিন্দিতা পালের বক্তব্য, 'আমাদের মূল প্রতিপক্ষ বিজেপি। তাই তৃণমূল ও সিপিআইএম আলোচনা করেই মহাজোট গড়ে নির্দল প্রার্থীকে সমর্থন জানাচ্ছে। জিতলে গ্রামের উন্নয়নের জন্য কাজ করব।' অনিন্দিতার দাবি, 'গ্রামে পানীয় জলের অভাব মারাত্মক। আমরা জিতে পানীয় জলের উপযুক্ত ব্যবস্থা করার চেষ্টা করব।'

নির্দল প্রার্থী অনিন্দিতা পাল।

অর্থাৎ অনুন্নয়নের অভিযোগেই তৃণমূল-সিপিআইএমের জোট বাঁধা। পাল্টা ওই কেন্দ্রের বিজেপি প্রার্থী মিতা পাল বলেন, 'এখানে তৃণমূলের প্রতীকে কোনও প্রার্থী নেই। পরিবর্তে নির্দলে দাঁড়িয়েছে তৃণমূল এবং সিপিআইএমের জোট প্রার্থী। এই জোটকে মানুষ কোনও ভাবেই মেনে নেবে না। এই বুথে বিজেপিই জিতবে।'

বিজেপি প্রার্থী মিতা পাল।
tmc bjp CPIM East Midnapore panchayat election 2023
Advertisment