Lok Sabha Election 2024: লোকসভা ভোট (Lok Sabha Polls 2024) যত এগোচ্ছে জেলায় শাসকদলের কোন্দল ততই যেন বাড়ছে। লাগাতার গোষ্ঠীদ্বন্দ্বে জেরবার দক্ষিণ দিনাজপুর (Dakshin Dinajpur) জেলা তৃণমূল। দলের এই কোন্দলের জের যাতে ভোট-বাক্সে না পড়ে সেব্যাপারে আগে থেকে নেতা-কর্মীদের সতর্ক করে দিলেন বালুরঘাটের (Balurghat) তৃণমূল প্রার্থী বিপ্লব মিত্র (Biplab Mitra)। যদিও এই সতর্কবার্তার মাঝেই দলের নেতাদের নিয়ে তাঁর কিছু মন্তব্য তুমুল বিতর্ক তৈরি করেছে। তৃণমূল প্রার্থীর এহেন মন্তব্যের প্রতিক্রিয়ায় তাঁকে তীব্র আক্রমণ শানিয়েছেন প্রতিপক্ষ বিজেপি প্রার্থী তথা গেরুয়া দলের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumdar)।
কী বলেছেন বিপ্লব মিত্র?
গঙ্গারামপুরের একটি কর্মিসভা থেকে দলের নেতা-কর্মীদের উদ্দেশ্য করে বেশ কিছু বক্তব্য যেখানে বালুরঘাটের তৃণমূল প্রার্থী বিপ্লব মিত্র। তিনি বলেন, "এবারের নির্বাচনে লিড না এলে সেই গ্রাম পঞ্চায়েতের প্রধান, সদস্য, পঞ্চায়েত সমিতির সভাপতি এমনকী বিধায়ককে পরের দিনেই পদত্যাগ করতে হবে।" প্রকাশ্যে দলের নেতাদের উদ্দেশ্যে এমন মন্তব্যে নিদানে তৃণমূলের অন্দরেই জন্মেছে চাপা ক্ষোভ। যদিও এব্যাপারে প্রকাশ্যে কেউ কোনও মন্তব্য করতে চাননি।
আরও পড়ুন- Sandeshkhali: ‘তৃণমূলের কার্যালয়ে গণধর্ষণ’, সন্দেশখালি নিয়ে রিপোর্ট পেশ NHRC-এর
এদিকে, প্রতিপক্ষ বিপ্লব মিত্রের এহেন মন্তব্যকে কটাক্ষ করেছেন বালুরঘাটের BJP প্রার্থী তথা দলের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তিনি বলেন, "ভয় দেখিয়ে ভোট নেওয়ার চেষ্টা করছে তৃণমূল। তৃণমূলের সবই এখানে মিত্র পরিবারে যায়। বাকি নেতারা কিছু পান না।"