Advertisment

তৃণমূল-বিজেপি জোর আকচা-আকচি, বিরাট শোরগোল বিধানসভায়

ভোট ঘিরে এদিন শুরু থেকেই হইচই ছিল বিধানসভায়।

author-image
IE Bangla Web Desk
New Update
suvendu adhikari criticize mamata banerjee

আাবারও শুভেন্দু অধিকারীর নিশানায় মমতা বন্দ্যোপাধ্যায়।

রাষ্ট্রপতি ভোটেও একে অপরের বিরুদ্ধে বিধিভঙ্গের অভিযোগ তুলল যুযুধান দুই ফুল শিবির। যা ঘিরে সাময়িক শোরগোল পড়ে যায় রাজ্য বিধানসভায়।

Advertisment

ভোট ঘিরে এদিন শুরু থেকেই হইচই ছিল বিধানসভায়। ১০টার আগেই পাঁচতারা হোটেল থেকে ভোটের লাইনে দাঁড়ান বিজেপি বিধায়করা। সেই সময় তাঁদের গলায় ঝুলছিল বিশেষ উত্তরীয় পাঞ্জি। রাজ্যের শাসক শিবিরের অভিযোগ, ওই উত্তরীয় দেখিয়েই রাষ্ট্রপতি ভোটকে প্রভাবিত করার চেষ্টা করেছেন গেরুয়া দলের বিধায়করা। নির্বাচনের লাইনে উত্তরীয়তে বিশেষ প্রতীক নিয়ে বিজেপি বিধায়করা কীভাবে লাইনে দাঁড়াল তা নিয়ে প্রশ্ন তোলা হয়। এরপরই নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগ তুলে বিজেপির বিরুদ্ধে রিটার্নিং অফিসারের কাছে অভিযোগ জানায় তৃণমূল।

আরও পড়ুন- রাষ্ট্রপতি নির্বাচনে বাংলার তিন বিধায়কের ভোট পড়ল না

রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের কথায়, 'ভোটের লাইনে আদিবাসীদের ট্র্যাডিশনাল উত্তরীয় পরে রয়েছেন বিজেপি বিধায়করা । একই ভাবে দ্রৌপদী মুর্মুর পোলিং এজেন্টের গলাতেও একই ধরনের উত্তরীয়। নির্বাচনের লাইনে এ ভাবে দাঁড়ানো যায় না। এটা সংসদীয় রীতি নীতির পরিপন্থী।'

বিজেপিও পাল্টা অভিযোগ এনেছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ তুলেছে গেরুয়া বাহিনী। পুরুলিয়ার বিধায়ক সুদীপ মুখোপাধ্যায় বলেন, 'রাষ্ট্রপতি ভোটে দেওয়ার জন্য সাংসদ বা বিধায়করা গাড়ি নিয়েই আসতে পারেন। বলা আছে, সাংসদ, বিধায়করা যে গাড়িতে আসবেন সেই গাড়িতে তাঁর চালক ও তিনি ছাড়া আর কেউ থাকবেন না। এমনকি তাঁর আপ্তসহায়কও থাকতে পারবেন না। ভোট দিতে নির্দিষ্ট গেট দিয়ে ঢুকতে হবে। বাকি গেটগুলি বন্ধ রাখা হবে। কিন্তু তৃণমূল সাংসদের বেলায় তা হয়নি।'

tmc bjp abhishek banerjee Yashwant Sinha Chandrima Bhattacharya West Bengal Assembly Droupadi Murmu Presidential Election 2022
Advertisment