TMC-BJP Clash in Dinhata: লোকসভা ভোটের মুখে ফের উত্তপ্ত দিনহাটা। কোচবিহারের এই শহরে মঙ্গলবার তৃণমূল-বিজেপি সংঘর্ষের রণক্ষেত্রের পরিস্থিতি তৈরি হল। এই ঘটনায় একে অন্যের ঘাড়ে দায় চাপিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী তথা কোচবিহারের বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিক এবং রাজ্যের উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। স্থানীয় সূত্রে খবর, রাজনৈতিক সংঘর্ষে গুরুতর জখম হয়েছেন দুপক্ষের বেশ কয়েকজন। সংঘর্ষ থামাতে গিয়ে মাথা ফাটে দিনহাটার এসডিপিও-র।
একটি ভিডিও ভাইরাল হয়েছে, তাতে দেখা গিয়েছে দুই মন্ত্রী একে অপরের দিকে তেড়ে আসছেন। জানা গিয়েছে, মঙ্গলবার দিনহাটা নগর নিগম এলাকায় দলীয় কর্মসূচি সেরে বাড়ি ফেরার সময় কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথের নিরাপত্তারক্ষীদের সঙ্গে হাতাহাতি হয় তৃণমূল কর্মী-সমর্থকদের। পরিস্থিতি নিয়ন্ত্রণ করে আসেন দিনহাটা মহকুমা পুলিশ আধিকারিক। তাঁকেও রেয়াত করা হয়নি। এসডিপিও ধীমান মিত্র সহ-একাধিক পুলিশ আধিকারিক আহত হন।
দুপক্ষের সংঘর্ষে রণক্ষেত্রের চেহারা নেয় এলাকা। পরিস্থিতি আয়ত্তে আনতে হিমশিম খায় পুলিশ। আহতদের দিনহাটা মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কীভাবে বাঁধল সংঘর্ষ?
তৃণমূলের দাবি, মন্ত্রী উদয়ন গুহর জন্মদিন পালন কর্মসূচির জন্। দিনহাটার চৌপতি এলাকায় জমায়েত হয়েছিলেন কর্মী-সমর্থকরা। সেই সময় নির্বাচনী প্রচার সেরে সেই এলাকা দিয়ে ফিরছিলেন নিশীথ। তখন কেন্দ্রীয় মন্ত্রীর নিরাপত্তারক্ষীরা বিনা প্ররোচনায় তাঁদের উপর চড়াও হন। এর ফলেই কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের সঙ্গে সংঘর্ষ বাঁধে তাঁদের। উদয়ন গুহর অভিযোগ, 'আমার জন্মদিন উপলক্ষ্যে কর্মীরা অনুষ্ঠানের আয়োজন করেছিল। আমি রাস্তায় দাঁড়িয়েছিলাম। আচমকা আমার দলের কর্মীদের উপর আক্রমণ করা হয়।'
পাল্টা নিশীথ প্রামাণিকের অভিযোগ, 'আমার কনভয়ের উপর হামলা করে তৃণমূল আশ্রিত গুন্ডারা। গন্ডগোল দেখে আমাকে গাড়ি থেকে নামতে হয়েছে। আমার কনভয়ে ইট-পাটকেল, তির-ধনুক নিয়ে হামলা হয়। দেখলাম উদয়ন গুহ পুলিশকে বলছেন, ওঁদের মারো! ভোটের আগে দাঁত-নখ বের করছে তৃণমূল। এটা কোন ধরনের রাজনীতি।'
এই ঘটনায় হস্তক্ষেপ করেছে নির্বাচন কমিশন। জেলা পুলিশকে ঘটনাস্থলে যেতে নির্দেশ দিয়েছে কমিশন। জেলশাসককে পুরো ঘটনার উপর নজর রাখতে বলা হয়েছে। ইতিমধ্যেই ঘটনাস্থলে গিয়েছেন জেলা পুলিশ সুপার দ্যুতিমান ভট্টাচার্য। গন্ডগোলের জেরে রাজ্য পুলিশের কাছে রিপোর্ট তলব করেছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। কেন্দ্রীয় বাহিনী দিয়ে কর্মী-সমর্থকদের হেনস্থার প্রতিবাদে বুধবার দিনহাটায় ২৪ ঘণ্টার বনধ ডেকেছে তৃণমূল।