Advertisment

TMC-Election Commission: ভোটের দফা নিয়ে দুরন্ত 'আবদার' তৃণমূলের! কমিশনের সঙ্গে বৈঠকে স্পষ্ট করল শাসকদল

Election Commission of India-TMC: রাজ্য সফরে জাতীয় নির্বাচন কমিশনের ফুলবেঞ্চ। আজ রাজনৈতিক দলগুলির সঙ্গে বৈঠক করেছে জাতীয় নির্বাচন কমিশনের ফুলবেঞ্চ। সুষ্ঠু ও অবাধ নির্বাচন নিয়ে ঠিক কী কী করা যেতে পারে সেব্যাপারে রাজনৈতিক দলগুলি নিজেদের মতো করে যুক্তি তুলে ধরেছে নির্বাচন কমিশনের কাছে।

author-image
IE Bangla Web Desk
New Update
tmc bjp cpim congress and others are meet with Election Commission

নির্বাচন কমিশনের ফুলবেঞ্চের সঙ্গে বৈঠক রাজনৈতিক দলগুলির।

Election Commission of India: জাতীয় নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক সারল রাজনৈতিক দলগুলি। শাসকদল তৃণমূল-সহ মোট ৮টি দলের প্রতিনিধিরা এদিন বৈঠক করেছেন নির্বাচন কমিশনের ফুলবেঞ্চের সঙ্গে। কমিশনের সঙ্গে বৈঠকে এক দফায় ভোটের দাবি তুলেছে তৃণমূল (TMC)। অভিযুক্ত সরকারি কর্তাদের যাতে ভোটের কাজ থেকে দূরে রাখা যায়, সেই আবেদন জানিয়েছে সিপিএম। রাজ্যে অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচনের স্বার্থে BJP, কংগ্রেস-সহ বাকি দলগুলিও নিজেদের অবস্থান স্পষ্ট করেছে।

Advertisment

সোমবার নির্বাচন কমিশনের ফুলবেঞ্চের সঙ্গে বৈঠক হয় রাজনৈতিক দলগুলির। তৃণমূলের তরফে তিন সদস্যের একটি দল দেখা করে কমিশনের প্রতিনিধিদের সঙ্গে। রাজ্যের শাসকদলের ওই প্রতিনিধি দলে ছিলেন ডেরেক ও'ব্রায়ান, কল্যাণ বন্দ্যোপাধ্যায় ও সুব্রত বক্সি। নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠকে এক দফায় ভোটের দাবি জানিয়েছে তৃণমূল।

এদিন নির্বাচন কমিশনের ফুলবেঞ্চের সঙ্গে বৈঠকের পর তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, "বিজেপি শাসিত রাজ্যে এক দিনে ভোট করা গেলে, এরাজ্যে কেন নয়? CISF-কে মানুষ ভয় পাচ্ছে। কারণ, বিজেপি নেতারা যা বলে দিচ্ছেন, তাই করছে CISF।"

আরও পড়ুন- Mamata Banerjee: ‘সাধুর বেশে শয়তানদের…..’, অধিকারীদের নাকের ডগায় দাঁড়িয়ে তীব্র বিষোদগার মমতার!

নরেন্দ্র মোদী (Narendra Modi), অমিত শাহদের (Amit Shah) মতো শীর্ষ বিজেপি নেতাদের এরাজ্যে ভোটের প্রচারে সুবিধা করে দিতেই একাধিক দফায় ভোটের চেষ্টা হচ্ছে বলে অভিযোগ। এব্যাপারে নির্বাচন কমিশনকেই যথোপযুক্ত পদক্ষেপ করতে আবেদন জানিয়েছে জোড়াফুল।

আরও পড়ুন- Tapas Roy: মমতার বিরুদ্ধে একরাশ ক্ষোভ! ইস্তফা তাপস রায়ের

অন্যদিকে, BJP-র তরফেও একটি প্রতিনিধি দল এদিন দেখা করেছে জাতীয় নির্বাচন কমিশনের ফুলবেঞ্চের সঙ্গে। কেন্দ্রীয় বাহিনী দিয়েই এবং পর্যবেক্ষকদের তদারকিতেই যাতে রাজ্যে আসন্ন লোকসভা নির্বাচন (Lok Sabha Election 2024) হয় সেই আবেদন জানানো হয়েছে বিজেপির তরফে। এছাড়াও সিপিএম ও কংগ্রেসের প্রতিনিধিরাও অভিযুক্ত সরকারি আধিকারিকদের ভোটের কাজ থেকে দূরে রাখার অনুরোধ জানিয়েছে কমিশনের কাছে। বাকি রাজনৈতিক দলগুলিও অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিয়ে নিজেদের মতো করে যুক্তি তুলে ধরেছে কমিশনের কাছে।

tmc election commission loksabha election 2024
Advertisment