TMC: নজরে '২৬-এর ভোট, রবিবার থেকেই তৃণমূলে শুরু দুরন্ত এই তৎপরতা

West Bengal Politics: দুর্গাপুজো মিটতেই দুরন্ত এই পরিকল্পনা নিয়েছে রাজ্যের শাসকদল তৃমমূল কংগ্রেস।

West Bengal Politics: দুর্গাপুজো মিটতেই দুরন্ত এই পরিকল্পনা নিয়েছে রাজ্যের শাসকদল তৃমমূল কংগ্রেস।

author-image
IE Bangla Web Desk
New Update
mamata abhishek

দিল্লি পুলিশের বিরুদ্ধে 'বিস্ফোরক' তৃণমূল।

দুর্গাপুজো মিটতেই এবার কোমর বেঁধে ময়দানে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। এবার রাজ্যের ব্লকে ব্লকে জনসংযোগ আরও বাড়াতে বিজয়া সম্মীলনীর আয়োজন জোড়াফুল শিবিরের। সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগ আরও বাড়াতে তৃণমূলের এই দুরন্ত তৎপরতা শুরু হয়ে যাচ্ছে আগামী রবিবার থেকেই।

Advertisment

তৃণমূল সূত্রে খবর, বিরোধীদের শক্ত ঘাঁটি বলে পরিচিত এলাকাগুলিতেই বাড়তি তৎপরতা শাসকদলের। এলাকার বাসিন্দাদের মনের আরও কাছে পৌঁছে যেতে এবার বিজয়া সম্মিলনীকেই হাতিয়ার করেছে তৃণমূল। 'অরাজনৈতিক' এই মঞ্চ থেকে আরও বেশি মাত্রায় সাধারণ মানুষের কাছে পৌঁছে যেতে এই তৎপরতা জোড়াফুল শিবিরের। প্রতিটি জেলায় ব্লকে ব্লকে বিজয়া সম্মীলনীর আয়োজন করছে তৃণমূল।

আরও পড়ুন- Durga Puja 2025: রঘুনাথগঞ্জের গদাইপুরে পেটকাটি মা বিসর্জন: নদী তীরে ভক্তদের উপচে পড়া ভিড়

Advertisment

শাসক দল সূত্রের খবর, ইতিমধ্যেই এই বিজা সম্মিলনীর মধ্য দিয়ে ব্লকে ব্লকে দলের নেতা-কর্মী সমর্থকদের সঙ্গে আরও বেশি করে সমন্বয় গড়ে তোলার চেষ্টা চলবে। একইসঙ্গে এলাকা সাধারণ মানুষের সঙ্গেও সংযোগ আরও বাড়ানো যাবে। 

আরও পড়ুন-West Bengal News Live Updates: একাদশীর সকালে হাড়হিম দৃশ্য বারুইপুরে, নৃশংস হত্যাকাণ্ডে কাণ্ডে তোলপাড়!

যে এলাকাগুলিতে তৃণমূলের শক্তি বেশি সেখানে যেমন এই বিজয়া সম্মিলনী হবে, তারই পাশাপাশি বিরোধীদের শক্ত ঘাঁটি বলে পরিচিত এলাকাগুলিতেও বিজয়া সম্মিলনীর আয়োজন করবে তৃণমূল।

Bengali News Today Bijoya Sammilani tmc