Advertisment

দিদির ব্রিগেডে 'হমারা শ্রীজাত'-সহ টেলিউড

তৃণমূল সুপ্রিমোর পাশে ছিলেন এইচ ডি দেবগৌড়া, ফারুক আবদুল্লা, ওমর আবদুল্লা, শত্রুঘ্ন সিনহা, এম কে স্ট্যালিন, অখিলেশ যাদব, অরবিন্দ কেজরিওয়াল, চন্দ্রবাবু নাইডুর মতো রাজনৈতিক ব্যক্তিত্ব। সঙ্গে ছিলেন শ্রীজাত।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

রাজনৈতিক ব্যক্তিত্বরা ছিলেনই, সঙ্গে ছিলেন শ্রীজাতও

রাজনীতির 'বহুবলের' সংজ্ঞায় উদাহরণ হিসাবে থেকে যাবে আজকের ব্রিগেডের হেভিওয়েট সমাবেশ। ২০১৯ এর লোকসভা নির্বাচনের আগে শনিবারের ব্রিগেড ছিল বিজেপি তথা দেশবাসীর সামনে তৃণমূলের উদ্যোগে ক্ষমতা প্রদর্শন। বিজেপি বিরোধী জোট তৈরিতে মরিয়া তৃণমূল সুপ্রিমোর পাশে ছিলেন এইচ ডি দেবগৌড়া, ফারুক আবদুল্লা, ওমর আবদুল্লা, শত্রুঘ্ন সিনহা, এম কে স্ট্যালিন, অখিলেশ যাদব, অরবিন্দ কেজরিওয়াল, চন্দ্রবাবু নাইডুর মতো তাবড় রাজনৈতিক ব্যক্তিত্ব। সঙ্গে ছিলেন শ্রীজাতও।

Advertisment

শুধু শ্রীজাত কেন, টেলি জগতের নামী-অনামী বহু তারকাকে দেখা গেল এদিনের সমাবেশে। সেই তালিকায় যেমন নচিকেতা রয়েছেন, সেরকমই রয়েছেন সায়ন্তিকা। বিনোদন জগতের বেশ কিছু চেনা মুখকে দেখা গেল 'দিদি'-র পাশে। জুন মালিয়া, ইন্দ্রানী হালদাররা ছিলেন মঞ্চের পেছনের সারিতেই। এখানেই শেষ নয়, সাহিত্য আকাদেমিতে সন্মানিত লেখক নৃসিংহপ্রসাদ ভাদুড়ী, চিত্রশিল্পী শুভাপ্রসন্ন ও যোগেন চৌধুরী, প্রত্যেকে গলা মেলালেন ইউনাইটেড ইন্ডিয়ার দাবীতে।

publive-image ছবি: ইন্দ্রানী হালদারের ফেসবুক সৌজন্যে

সভায় গান গাইলেন তৃণমূলের প্রাক্তন সাংসদ কবীর সুমন। মাইক হাতে মঞ্চে উঠেছিলেন নচিকেতাও। কিন্তু এত কিছুর মধ্যেও চোখে পড়ল তৃণমূল সাংসদ দেবের অনুপস্থিতি। তবে সবচেয়ে বেশি নজর কাড়ল শ্রীজাতর কবিতা পাঠ। কবি শ্রীজাতকে মমতার পাশে দেখা যাবে সে ঠিক আছে। কিন্তু সরাসরি ব্রিগেডে খাতা খুলবেন তিনি, একথা ভাবেননি অনেকেই। সম্প্রতি শিলচরে গেরুয়া বিক্ষোভের মুখে পড়েছিলেন শ্রীজাত। কারণটা ছিল তাঁর লেখা কবিতার লাইন। ঘটনায় পাশে পেয়েছিলেন খোদ মুখ্যমন্ত্রীকে। এদিন মমতার মুখে 'হামারা শ্রীজাত' উচ্চারণ বুঝিয়ে দিল, অসহিষ্ণুতার আঁচ পড়তে দেবেন না সংস্কৃতি জগতে।

Mamata Banerjee Dev Srijato
Advertisment