রাত পোহালেই রাজ্যে ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন। ইতিমধ্যেই এই নির্বাচনকে কেন্দ্র করে রাজ্যের বিভিন্ন প্রান্তে সীমাহীন সন্ত্রাস দেখেছে রাজ্য। গত ৩০ দিনে রাজ্যে ভোট-হিংসার বলি হয়েছেন ১৮ জন। বাংলাজুড়ে পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে কার্যত রক্তের হোলি খেলা চলছে বলে অভিযোগ বিরোধীদের।
Advertisment
অধিকাংশ ক্ষেত্রেই হিংসা-খুনের রাজনীতিতে শাসকদল তৃণমূলকেই কাঠগড়ায় তুলে সোচ্চার বিরোধীরা। এবার ভোট কিনতে টাকা বিলির অভিযোগ তৃণমূলেরই এক প্রার্থীর বিরুদ্ধে। সোশ্যাল মিডিয়ায় একটি আদিবাসী গ্রামে ওই তৃণমূল প্রার্থীর টাকা ও নতুন জামা-কাপড় বিলির ভিডিও ভাইরাল হয়েছে। যদিও সেই ভিডিও-র সত্যতা যাচাই করেনি ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা।
ভোট কিনতে আদিবাসীদের দেওয়া হচ্ছে নগদ টাকা। বিলি করা হচ্ছে নতুন জামা ও শাড়ি। নির্বাচনী বিধিকে বুড়ো আঙুল দেখিয়ে এবার ভোটারদের টাকা ও শাড়ি দিতে দেখা গেল তৃণমূল কংগ্রেসের এক প্রার্থীকে। ঘটনাটি ঘটেছে বীরভূমের মুরারই ১ নম্বর ব্লকের মহুরাপুর গ্রাম পঞ্চায়েতের বেলগড়িয়া গ্রামে।
ওই সংসদেরই তৃণমূল কংগ্রেসের প্রার্থী হুমায়ুন কবির। তাঁর স্ত্রী বদরুন্নেসা খাতুন মহুরাপুর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল কংগ্রেসের বিদায়ী প্রধান। গতকাল বিকেলে হুমায়ুন তাঁর নির্বাচনী এলাকা বেলগড়িয়া গ্রামে আদিবাসী ভোটারদের টাকা ও শাড়ি বিলি করেছেন। সেই ভিডিও সোশ্যাল মিডিয়া ছড়িয়ে পড়তেই তা ভাইরাল হয়েছে। যদিও ভোটের নামে টাকা ও শাড়ি বিলির অভিযোগ অস্বীকার করেছেন তৃণমূল প্রার্থী হুমায়ূন কবির।