Advertisment

TMC candidate list: চার কেন্দ্রে উপনির্বাচনে প্রার্থী ঘোষণা তৃণমূলের, কোন আসনে কে প্রার্থী?

কোন আসনে কে টিকিট পেলেন?

author-image
IE Bangla Web Desk
New Update
Mamata, Abhishek, মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়

Mamata-Abhishek: চার কেন্দ্রে প্রার্থী ঘোষণা করল তৃণমূল।

TMC candidate list: লোকসভা নির্বাচন সম্পন্ন, আর তারপরেই ফের বেজে গিয়েছে ভোটের দামামা। এবার সামনে রাজ্যের ৪ বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন। ভোট হবে মানিকতলা, রায়গঞ্জ, রানাঘাট দক্ষিণ ও বাগদায়। ইতিমধ্যেই তার দিনক্ষণও ঘোষণা হয়ে গিয়েছে। এবার এই চার কেন্দ্রে প্রার্থী ঘোষণা করল তৃণমূল।

Advertisment

আগামী ১০ জুলাই রাজ্যের ৪ বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন। শুক্রবার সকালে তৃণমূল কংগ্রেসের অফিসিয়াল X হ্যান্ডলে চার কেন্দ্রের প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে। ঘোষণা অনুসারে, রায়গঞ্জ বিধানসভা আসনে প্রার্থী হচ্ছেন কৃষ্ণ কল্যাণী। রানাঘাট দক্ষিণ কেন্দ্র থেকে শাসকদলের প্রার্থী মুকুটমণি অধিকারী। হেভিওয়েট আসন মানিকতলা বিধানসভা আসনে প্রার্থী করা হয়েছে প্রয়াত সাধন পান্ডে স্ত্রী সুপ্তি পান্ডে। বাগদা থেকে প্রার্থী করেছে মমতাবালা ঠাকুরের কন্যা মধূপর্ণা ঠাকুরকে।

আরও পড়ুন : < Abhishek Banerjee: অভিষেকের ফোন নম্বর ক্লোন করে বিরাট জালিয়াতি, দিল্লি থেকে রূপান্তরকামী-সহ ধৃত ২ >

উল্লেখ্য লোকসভা নির্বাচনে রায়গঞ্জ লোকসভায় তৃণমূলের পক্ষ থেকে প্রার্থী করা হয়েছিল কৃষ্ণ কল্যাণীকে। তবে বিজেপির কার্তিকচন্দ্র পালের কাছে পরাজিত হতে হয় তাঁকে। ২০২১ সালের বিধানসভা নির্বাচনের সময় বিজেপি-র টিকিটে জেতেন কৃষ্ণ কল্যাণী। এরপর ২০২১ সালেই পদ্ম-শিবির ছেড়ে যোগ দেন তৃণমূলে। এবারের লোকসভা নির্বাচনে সেই কৃষ্ণ কল্যাণীকেই প্রার্থী করেছিল দল। কিন্তু তাঁকে বিজেপি প্রার্থীর কাছে হারের মুখে পড়তে হয়। উপনির্বাচনে ফের কৃষ্ণ কল্যাণীর উপরেই আস্থা রাখছে দল।

TMC By poll Candidate
তৃণমূলের চার প্রার্থী

অপরদিকে ২০২১-এর বিধানসভা নির্বাচনে রানাঘাট দক্ষিণ আসনে বিজেপি থেকে দাঁড়িয়ে জয়ী হন মুকুটমণি অধিকারী। লোকসভা ভোটের ঠিক আগে শাসকদল ছেড়ে গেরুয়া শিরিবে যোগ দেন তৃণমূলের হেভিওয়েট নেতা তাপস রায়। তাঁর বিজেপি শিরিবে যোগ দেওয়ার মাত্র কয়েকদিনের মধ্যেই লোকসভা ভোটে রানাঘাট আসন থেকে টিকিট না পেয়ে মুকুটমণি অধিকারী লোকসভা ভোটের ঠিক আগে যোগ দেন তৃণমূলে। কিন্তু ফলাফলে দেখা যায় বিজেপি প্রার্থী জগন্নাথ সরকারের কাছে, প্রায় ১ লক্ষ ৮৭ হাজার ভোটে পরাজিত হন মুকুটমণি অধিকারী। ফের রানাঘাট দক্ষিণ থেকে বিধানসভা উপনির্বাচনে দল মুকুটমণি অধিকারীর উপর আস্থা রেখেছে।মানিকতলা উপনির্বাচনে প্রয়াত মন্ত্রী সাধন পান্ডের স্ত্রী সুপ্তি পান্ডেকে প্রার্থী করেছে তৃণমূল। আর বাগদা আসন থেকে মমতাবালা ঠাকুনের কন্যা মধূপর্ণা ঠাকুরকে প্রার্থী করেছে দল।

bypoll west bengal politics West Bengal
Advertisment