Advertisment

Tmc Candidate List Lok Sabha Election 2024: দুরন্ত চমক তৃণমূলের! লোকসভার প্রার্থী তালিকায় সীমাহীন ঝটকা! নাম দেখে তাজ্জব বনে যাবেন!

tmc candidate list lok sabha election 2024: বিজেপি এখনও পর্যন্ত রাজ্যের ২০টি আসনে প্রার্থীদের নাম ঘোষণা করেছে। এবার শাসকদল তৃণমূল রাজ্যের ৪২টি আসনেই তাঁদের প্রার্থীদের নাম ঘোষণা করে দিল। শাসকদলের প্রার্থী তালিকায় চমকের পর চমক।

author-image
IE Bangla Web Desk
New Update
tmc candidate list lok sabha election 2024

tmc candidate list: আসন্ন লোকসভা নির্বাচনে প্রার্থী তালিকা ঘোষণা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। এক্সপ্রেস ফটো: পার্থ পাল।

এক নজরে আসন্ন লোকসভা নির্বাচনে তৃণমূলের প্রার্থী তালিকা…

Advertisment

কোচবিহার-জগদীশ চন্দ্র বাসুনিয়া।

আলিপুরদুয়ার- প্রকাশচিক বরাইক।

জলপাইগুড়ি- নির্মলচন্দ্র রায়। (ধূপগুড়ির বর্তমান বিধায়ক)

দার্জিলিং-গোপাল লামা।

রায়গঞ্জ- কৃষ্ণ কল্যাণী।

বালুরঘাট-বিপ্লব মিত্র। (রাজ্যের বর্তমান মন্ত্রী)

মালদহ উত্তর- প্রাক্তন আইপিএস প্রসূন ব্যানার্জি। (সদ্য স্বেচ্ছাবসর নেওয়া রাজ্য পুলিশের শীর্ষকর্তা)

মালদহ দক্ষিণ- শাহনওয়াজ আলি রেহান।

জঙ্গিপুর-খলিলুর রহমান।

বহরমপুর- ইউসুফ পাঠান। (ভারতীয় দলের প্রাক্তন ক্রিকেটার)

মুর্শিদাবাদ- আবু তাহের খান।

কৃষ্ণনগর-মহুয়া মৈত্র।

রানাঘাট-মুকুটমণি অধিকারী।

বনগাঁ-বিশ্বজিৎ দাস।

ব্যারাকপুর-পার্থ ভৌমিক।

দমদম- সৌগত রায়।

বারাসত- কাকলি ঘোষদস্তিদার।

বসিরহাট- হাজি নুরুল ইসলাম।

জয়নগর- প্রতিমা মণ্ডল।

মথুরাপুর- বাপি হালদার।

ডায়মন্ড হারবার- অভিষেক বন্দ্যোপাধ্যায়।

যাদবপুর- সায়নী ঘোষ।

কলকাতা দক্ষিণ- মালা রায়।

কলকাতা উত্তর- সুদীপ বন্দ্যোপাধ্যায়।

হাওড়া- প্রসূন বন্দ্যোপাধ্যায়।

উলুবেড়িয়া-সাজদা আহমেদ।

শ্রীরামপুর- কল্যাণ বন্দ্যোপাধ্যায়।

হুগলি- রচনা বন্দ্যোপাধ্যায়। (অভিনেত্রী)

আরামবাগ- মিতালী বাগ।

তমলুক- দেবাংশু ভট্টাচার্য।

কাঁথি- উত্তম বারিক।

ঘাটাল- দীপক অধিকারী।

ঝাড়গ্রাম- কালীপদ সোরেন।

মেদিনীপুর- জুন মালিয়া।

পুরুলিয়া- শান্তিরাম মাহাত।

বাঁকুড়া-অরূপ চক্রবর্তী।

বর্ধমান পূর্ব- শর্মিলা সরকার।

বর্ধমান-দুর্গাপুর- কীর্তি আজাদ।

আসানসোল- শত্রুঘ্ন সিনহা।

বোলপুর- অসিত মাল।

বীরভূম- শতাব্দী রায়।

বিষ্ণুপুর- সুজাতা মণ্ডল।

আরও পড়ুন- TMC Jana Garjana Sabha-Abhishek Banerjee: ‘আজ ট্রেলার দেখালাম, সিনেমাটা নির্বাচনে…’, চিল-চিৎকার হুঙ্কারে ব্রিগেড কাঁপালেন অভিষেক

রাজ্যের ৪২টি আসনেই শাসকদল আজ প্রার্থী তালিকা ঘোষণা করে দিল। একাধিক আসনে এবার উল্লেখযোগ্য বেশ কয়েকটি নাম রয়েছে। প্রাক্তন ক্রিকেটার ইউসুফ পাঠানকে (Yusuf Pathan) এবার বহরমপুর থেকে প্রার্থী করেছে তৃণমূল। বহরমপুর বরাবরই কংগ্রেসের শক্ত ঘাঁটি। ওই কেন্দ্রে সব কিছু ঠিকঠাক থাকলে এবারও কংগ্রেসের টিকিটে লড়তে চলেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী (Adhir Ranjan Chowdhury)।

এবার কংগ্রেসের সম্ভাব্য প্রার্থী অধীর চৌধুরীর বিরুদ্ধে লড়াইয়ে ইরফান পাঠানের (Irfan Pathan) দদা ইউসুফ পাঠান। নজরে মালদা উত্তর কেন্দ্রটিও। এই কেন্দ্রে তৃণমূলের প্রার্থী সদ্য রাজ্য পুলিশের চাকরি থেকে স্বেচ্ছাবসর নেওয়া IPS প্রসূন বন্দ্যোপাধ্যায় (Prasun Banerjee)। পুলিশের কর্তার পাশাপাশি প্রসূন বন্দ্যোপাধ্যায় ছোট পর্দাতেও দাপটের সঙ্গে অভিনয় করেছেন।

আরও পড়ুন- TMC Jana Garjana Sabha:মারমার কাটকাট তৃণমূলের ব্রিগেড! দুপুরের মেনু জানলে জিভে জল!

এরই পাশাপাশি প্রাক্তন ভারতীয় ক্রিকেটার কীর্তি আজাদকেও (Kirti Azad) বর্ধমান-দুর্গাপুর কেন্দ্র থেকে টিকিট দিয়েছে তৃণমূল। এছাড়াও তমলুক (Tamluk) কেন্দ্র থেকে এবার লড়াই করতে দেখা যাবে তৃণমূলের যুবনেতা দেবাংশু ভট্টাচার্যকে (Debangshu Bhattacharya)। সব কিছু ঠিকঠাক থাকলে তমুলক থেকে BJP এবার প্রার্থী করতে পারে প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে (Abhijit Ganguly)।

সেক্ষেত্রে দেবাংশুকে লড়তে হবে অত্যন্ত জনপ্রিয় এই বিচারপতির বিরুদ্ধে। এছাড়াও তৃণমূলের যুবনেত্রী সায়নী ঘোষকে (Sayani Ghosh) এবার যাদবপুর (Jadavpur) কেন্দ্র থেকে প্রার্থী করেছে তৃণমূল। বসিরহাট কেন্দ্র থেকে এবার আর টিকিট পাননি অভিনেত্রী নুসরত জাহান (Nusrat Jahan)। ওই কেন্দ্র থেকে প্রার্থী করা হয়েছে প্রাক্তন সাংসদ হাজি নুরুল ইসলামকে।

tmc Mamata Banerjee Candidate List TMC Jana Garjana Sabha
Advertisment