Advertisment

Rajya Sabha Election 2024: রাজ্যসভার ভোটে তুখোড় স্ট্রোক মমতার, ছেঁটে ফেললেন ৩ জনকে, বদলে নজরকাড়া নতুন মুখ!

Rajya Sabha Election 2024-TMC Candidate: রাজ্যসভার নির্বাচনে তৃণমূলের চারটি আসনে জয় নিশ্চিত। এবার পুরনোদের মধ্যে থেকে তিনজনকে নতুন করে আর মনোনয়ন দেননি তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে কি এই তিনজনকে লোকসভার লড়াইয়ে দেখা যেতে পারে? দলের তরফে এখনও তেমন ইঙ্গিত না মিললেও চর্চা বাড়ছেই।

author-image
IE Bangla Web Desk
New Update
TMC announced candidate of Rajya Sabha Election 2024

তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Rajya Sabha Election 2024: আসন্ন রাজ্যসভার নির্বাচনে (Rajya Sabha Election 2024) প্রার্থীতালিকা ঘোষণা করে দিল তৃণমূল (TMC)। রবিবার তৃণমূলের এক্স হ্যান্ডলে (X) রাজ্যসভার নির্বাচনের প্রার্থী তালিকা ঘোষণা করা হয়েছে। বিদায়ী তিন সাংসদকে নতুন করে বাছেননি মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee), অভিষেক বন্দ্যোপাধ্যায়রা (Abhisek Banerjee)। তাঁদের বদলে নতুন মুখকে রাজ্যসভায় নিয়ে যেতে চান তৃণমূল সুপ্রিমো।

Advertisment

রাজ্যসভার ভোটে তৃণমূলের নতুন তিন প্রার্থী হলেন প্রাক্তন সাংসদ সুস্মিতা দেব (Sushmita Deb), মতুয়া মহাসংঘের সঙ্ঘাতিপতি তথা প্রাক্তন লোকসভার সাংসদ মমতাবালা ঠাকুর (Mamatabala Thakur) ও সাংবাদিক সাগরিকা ঘোষ (Sagarika Ghosh)। রাজ্যসভায় আগেই সাংসদ থাকা নাদিমুল হককে (NadimulHaque) এবারও মনোনয়ন দিয়েছে তৃণমূল। পুরনোদের মধ্যে রাজ্যসভার নির্বাচনে দাঁড়ানোর ছাড়পত্র মেলেনি দক্ষিণ ২৪ পরগনা জেলা তৃণমূলের সভাপতি শুভাশিস চক্রবর্তীর (Subhasish Chakraborty)। মনোনয়ন পাননি সাংসদ আবীররঞ্জন বিশ্বাস (Abir Ranjan Biswas) ও শান্তনু সেনও (Santunu Sen)।

রাজ্যসভায় তৃণমূলের এই প্রার্থী ঘোষণায় যথেষ্ট চমক দেখছে রাজনৈতিক মবহল। একদিকে মমতাবালা ঠাকুরকে রাজ্যসভায় নিয়ে যাওয়ার মাধ্যমে মতুয়া মনের আরও কাছে পৌঁছে যাওয়ার চেষ্টা দেখা যাচ্ছে শাসক শিবিরের।

আরও পড়ুন- Zoological Park: অপেক্ষা আর মাত্র ক’দিনের! জমে যাবে চিড়িয়াখানায়! বিনোদনের সুনামি তুলবে বিস্ময় অতিথিরা

অন্যদিকে, সুস্মিতা দেবের কাজেও যথেষ্ট খুশি তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যেপাধ্যায়। প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী সন্তোষমোহন দেবের কন্যা সুস্মিতা তৃণমূলে যোগ দেওয়া থেকেই দলের হয়ে ভিনরাজ্যেও নানা কাজ করে চলেছেন। এমনকী রাজ্যসভায় তাঁর ভাষণও ফি দিন চর্চায় থাকে। ফের একবার তাঁকেই রাজ্যসভায় মনোনয় দিয়ে সোজা ব্যাটে খেললেন তৃণমূলনেত্রী। এছাড়াও সাংবাদিক সাগরিকা ঘোষকেও (Sagarika Ghosh) এবার রাজ্যসভার ভোটে প্রার্থী করেছে তৃণমূল। প্রখ্যাত সাংবাদিক রাজদীপ সরদেশাইয়ের (Rajdeep Sardesai) স্ত্রী সাগরিকা ঘোষ।

Rajya Sabha Mamata Banerjee tmc
Advertisment