TMC Candidate List: গত রবিবার ব্রিগেড ময়দান থেকে রাজ্যের ৪২টি আসনের প্রার্থী ঘোষণা করেছে জোড়াফুল শিবির। সেখানে বাঁকুড়া কেন্দ্রে ভূমিপুত্রের উপরই আস্থা রেখেছে তৃণমূল। প্রার্থী করা হয়েছে তালড্যাংরার বিধায়ক তথা জেলা সভাপতি অরূপ চক্রবর্তীকে। তাতেই অভিমানী সায়ন্তিকা। প্রার্থী ঘোষণার পরই ব্রিগেড থেকে বেরিয়ে যান সায়ন্তিকা।
TMC Candidate List: একুশের বিধানসভা নির্বাচনে হারের পরও বার বার বাঁকুড়া ছুটে গিয়েছেন অভিনেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। কিন্তু লোকসভা নির্বাচনে তাঁকে বাঁকুড়া থেকে টিকিট দেয়নি তৃণমূল কংগ্রেস। গত রবিবার ব্রিগেড ময়দান থেকে রাজ্যের ৪২টি আসনের প্রার্থী ঘোষণা করেছে জোড়াফুল শিবির। সেখানে বাঁকুড়া কেন্দ্রে ভূমিপুত্রের উপরই আস্থা রেখেছে তৃণমূল। প্রার্থী করা হয়েছে তালড্যাংরার বিধায়ক তথা জেলা সভাপতি অরূপ চক্রবর্তীকে। তাতেই অভিমানী সায়ন্তিকা। প্রার্থী ঘোষণার পরই ব্রিগেড থেকে বেরিয়ে যান সায়ন্তিকা।
Advertisment
তাঁকে নিয়ে জল্পনার মধ্যেই জানা যায়, তিনি নাকি ইস্তফা দিয়েছেন। তবে একটি সংবাদমাধ্যমকে সাক্ষাৎকারে সায়ন্তিকা জানান, অভিমানী হলেও দল ছাড়ার খবর ভুয়ো। কোনও ইস্তফাপত্র পাঠাননি তিনি। এর মধ্যেই সায়ন্তিকাকে নিয়ে মুখ খুলে বিতর্ক বাড়ালেন বাঁকুড়ার প্রার্থী অরূপ চক্রবর্তী। সায়ন্তিকার অভিমানকে পাত্তা দিতে নারাজ তিনি।
তিনি বললেন, ' অভিমানটা কীসের? দল ঠিক করবে কে প্রার্থী হবে। আমি আছি বলে আমাকে প্রার্থী করে দিতেন মনে হয়? আমি তো এতদিন ধরে দলটা করছি। আমাকে দল মনে করেছে প্রথমে পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ, MLA, তারপর তো MP। হঠাৎ করে তো ছাদে উঠিয়ে নেওয়া যায় না। স্টেপ বাই স্টেপ হয়। আমি পঞ্চায়েতে ছিলাম, জেলা পরিষদে ছিলাম। আমি মেন্টর ছিলাম, আমি সভাধিপতি ছিলাম। MLA হয়েছি, এবার MP টিকিট দিয়েছে আমায়।'
প্রার্থীতালিকা ঘোষণার পরই অভিমানী সায়ন্তিকা সংবাদমাধ্যমকে জানান, 'এতদিন ধরে খেটেছি, তিন বছর ধরে নিশ্চয়ই একটা কিছু ভেবে গোল আমরা সেট করে নিই। যেহেতু আমি চান্স পায়নি, অবশ্যই একটু অভিমানী, নিশ্চয়ই খারাপ তো লাগবেই।' তিনি জানিয়েছেন, বিজেপি থেকে প্রস্তাব পেয়েছেন। কিন্তু উত্তর দেননি এবং দেবেনও না। তবে কেন তাঁকে প্রার্থী করা হল না তা আগে জানালে ভাল হত।