Advertisment

Rachna Banerjee: 'ধোঁয়া' নিয়ে মিমের পাল্টা এবার মোক্ষম 'রিল' রচনার! জবাব চাইলেন 'দিদি নং ১'

Lok Sabha Election 2024: ক্রমশ স্পষ্ট হচ্ছে যে, সব ছাপিয়ে হুগলির ভোটের ইস্যু এবার হয়ে উঠছে 'ধোঁয়া ধোঁয়া'।

author-image
IE Bangla Web Desk
New Update
tmc candidate rachna banerjee makes reel on industrialization in hooghly, গলিতে শিল্পায়ন বোঝাতে রিল বানালেন রচনা ব্যানার্জী

Hooghly: রচনার রিল, নেপথ্যে চিমনি থেকে কালো ধোঁয়া বেরচ্ছে।

Rachna Banerjee On Industrialization In Hooghly: হুগলিতে 'ধোঁয়া ধোঁয়া' মিম ঘিরে চাঞ্চল্য। এবার সেই মিমের জবাব রিলে দিলেন তৃণমূল প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায়! সঙ্গে জবাবদিহিও চাইলেন সমালোচকদের। ক্রমশ স্পষ্ট হচ্ছে যে, সব ছাপিয়ে হুগলির ভোটের ইস্যু এবার হয়ে উঠছে 'ধোঁয়া'।

Advertisment

প্রচারের প্রথমে হুগলিতে শিল্পায়ন নিয়ে বড় দাবি করেছিলেন তৃণমূলের এই তারকা প্রার্থী। বলেছিলেন, 'আমি যখন এলাম, তখন তো দেখলাম অনেক কারখানা হয়েছে। চিমনি থেকে শুধু ধোঁয়াই ধোঁয়া। অন্ধকার রাস্তাঘাট। শুধু ধোঁয়াই বেরোচ্ছে। এত কারখানা হয়েছে। তা হলে কী করে বলছেন যে, কারখানা হয়নি? কারখানা তো হচ্ছে।'

রচনার মন্তব্য ভাইরাল হয়। ছড়িয়ে পড়ে মিম। একদা সতীর্থ, এখন প্রতিপক্ষের শিল্পায়ান নিয়ের দাবি প্রসঙ্গে মুখ খোলেন হুগলির বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়। দাবি করেন, 'সিগারেটের না কি চিমনির— কিসের ধোঁয়া বলতে পারব না। আমি তো কোনও উন্নয়ন দেখতে পাচ্ছি না। কোনও বড় শিল্প কি এসেছে? কোনও শিল্প কি হয়েছে?' পাশাপাশি আশ্বাসের সুরে বলেছিলেন যে, 'টাটা মোদীজিকে আশ্বস্ত করেছেন, যে দিন আপনাদের সরকার আসবে, সে দিন আমরা শিল্প করব।'

লকেটের পাল্টা নিজের বক্তব্যের সমর্থনে রচনা দাবি করেছিলেন যে, 'আমার রাস্তায় যাওয়ার সময় ধোঁয়া দেখতে পেয়েছিলাম। সেটাই বলেছিলাম। এ বার কী বলবেন? সবাই বলেছিলেন যে, ওটা নাকি বিড়ির ধোঁয়া ছিল। ওটা বিড়ির ধোঁয়া না কারখানায় লাগানো চিমনির ধোঁয়া, সেটা আপনারা বিচার করুন। প্রতি মুহূর্তে আপনারা বুঝতে পারবেন, আমি কিছুই ভুল বলিনি। ৪ জুনের পর আরও আরও ধোঁয়া দেখবেন।' এছাড়াও ঘোষণা করেন, জেলায় শিল্পায়নের জন্যই 'দিদি' মমতা হুগলিতে 'দিদি নং ওয়ান'দকে প্রার্থী করেছেন!

কিন্তু এরপরই 'ধোঁয়া ধোঁয়া' মিম বন্ধ হয়নি। তাই এবার সেইসব মিমের জবাব দিতে পাল্টা রিল বানালেন রচনা বন্দ্যোপাধ্যায়। ঈদের দিন সকালে পাণ্ডুয়ার পথে প্রচারে বেরিয়ে সেই রিল তৈরি করেন তৃণমূলের তারকা প্রার্থী। সেই রিলে দেখা যাচ্ছে, বাসন্তী রঙের পোশাক পরিহিত 'দিদি নম্বর ওয়ান' বলছেন, 'যেতে আমি যেমন দেখেছিলাম ঠিক সেই জায়গাতেই দাঁড়িয়েছি। তখন আমি দেখেছিলাম কিন্তু ছবি তুলিনি বা এভাবে কথাও বলিনি। কিন্তু আজ আমি লাইভে আসছি যে ধোঁয়া নিয়ে এক প্রকাণ্ড কাণ্ড হচ্ছে তা নিয়ে কিছু বলতে।' এরপরই রচনা একটি চিমনির দিকে ক্যামেরার লেন্স ঘুরিয়ে দেখান যে সেখান থেকে ধোঁয়া বেরচ্ছে। যা দেখিয়ে রচনা দাবি করেন, 'এই ধোঁয়াটা দেখিয়েই আমি বলেছিলাম, আর যাতায়াতের পথে এইরকম আরও ধোঁয়া বের হতে দেখা যাবে। এবার আপনারা কি বলবেন তা শোনার জন্য আমি অপেক্ষায় রইলাম। এটা বিড়ি-সিগারেটের ধোঁয়া নয়, যেটা আমাদের বিরোধীরা বলছেন। এটা আমাদের কলকারখানার ধোঁয়া।'

tmc Rachana Banerjee Locket Chatterjee Hooghly Industry Rachna Banerjee
Advertisment