Advertisment

ফল বেগতিক দেখেই ভয়ঙ্করকাণ্ড তৃণমূল প্রার্থীদের, কোথাও ব্যালটে কালি, কোথাও ছিনতাই!

ভয়ঙ্কর অভিযোগ।

author-image
IE Bangla Web Desk
New Update
tmc candidates attack ballot after seeing the results getting worse in panchayat poll , ফল বেগতিক দেখেই ভয়ঙ্করকাণ্ড তৃণমূল প্রার্থীদের, কোথাও ব্যালটে কালি, কোথাও ছিনতাই!

ধৃত রিঙ্কু রায় রাজভর ও আটক রুপসোনা মল্লিক।

ভয়ঙ্কর অভিযোগ, ব্যালটে কালি ছেটানোর অভিযোগে গ্রেফতার করা হল তৃণমূলের প্রার্থীকে। এই ঘটনায় তুমুল উত্তেজনা ছড়ায় কোচবিহার ১ নম্বর ব্লকের গণনা কেন্দ্রে। গ্রেফতার করা হয়েছে ওই তৃণমূল প্রার্থী রিঙ্কু রায় রাজভর-কে।

Advertisment

রিঙ্কু কোচবিহার ১ নম্বর ব্লকের ফলিমারি গ্রাম পঞ্চায়েতের শাসক দলের প্রার্থী। মঙ্গলবার সকালে ভোটগণনা শুরু হতেই নৃপেন্দ্রনারায়ণ উচ্চ বিদ্যালয়ের গণনা কেন্দ্রে উপস্থিত হন তিনি। গণনার সময় হাল ভাল নয় ইঙ্গিত পেতেই ব্যালটে তিনি কালি ঢেলে দেন বলে অভিযোগ বিরোধীদের। ঘটনাকে কেন্দ্র করে শোরগোল পড়ে যায় নৃপেন্দ্রনারায়ণ উচ্চ বিদ্যালয়ে। শাসক বিরোধী বচসা বাধে।

প্রায় সঙ্গে সঙ্গে তৎপর হন গণনা কেন্দ্রের মধ্যে উপস্থিত কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। প্রার্থী রিঙ্কু রায় রাজভর-কে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। রিঘ্কু রায় রাজভরকে গ্রেফতার করে পুলিশ। রিঙ্কুর অবশ্য দাবি, গণনার সময় হট্টগোল চলছিল, তাই অসতর্কতায় ব্যালটে কালি পড়ে যায়। এই ঘটনা ইচ্ছাকৃত নয়।

প্রায় একই অভিযোগ বর্ধমানেও। হেরে যাচ্ছে দেখে গণনা কেন্দ্র থেকে দু'বান্ডিল ব্যালট পেপার ছিনিয়ে নিয়ে পালাতে গিয়ে কেন্দ্রীয় বাহিনীর হাতে ধরা পড়লো তৃণমূলের প্রার্থী। তার নাম রুপসোনা মল্লিক। তিনি পূর্ব বর্ধমানের জামালপুর ব্লকের পাঁচরা গ্রাম পঞ্চায়েতের তৃণমূল কংগ্রেসের প্রার্থী। তল্লাশিতে তার কাছ থেকে দু'বান্ডিল ব্যালট পেপার মেলে। এরপরেই তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। ওই তৃণমূল প্রার্থীকে আটক করে জামালপুর থানায় নিয়ে যাওয়া হয়েছে।

আরও পড়ুন- Live- গ্রাম বাংলা তৃণমূলের-ই, শুভেন্দুর বুথে জয় বিজেপির

আরও পড়ুন- টেনে ছেঁড়া হল BJP-র মহিলা প্রার্থীর পোশাক, অভিযুক্ত TMC, দেখুন নক্কারজনক ভিডিও

Cooch Behar panchayat election 2023 panchayat election result 2023 live update panchayat election result 2023 burdwan tmc
Advertisment