Advertisment

মমতার আদর্শে 'অনুপ্রাণিত' বিজেপি প্রার্থীর 'লংজাম্প'! পঞ্চায়েত পকেটে তৃণমূলের

সংখ্যাগরিষ্ঠ আসন নিয়ে পঞ্চায়েত দখলে নিল রাজ্যের শাসকদল।

author-image
IE Bangla Web Desk
New Update
tmc captures Bangaon ranghat panchayat

বিজেপি ছেড়ে তৃণমূলে জয়ী সদস্যা।

পঞ্চায়েত ভোটের ফলে ফের একবার গ্রামীণ বাংলায় জয়জয়কার তৃণমূলের। ফের রাজ্যের ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে বিরাট সাফল্য পকেটে পুরেছে তৃণমূল। ভোটের ফল প্রকাশের পর দিন যত এগোচ্ছে আরও যেন শক্তি বাড়াচ্ছে জোড়াফুল। এবার উত্তর ২৪ পরগনার বনগাঁর একটি পঞ্চায়েতে জয়ী বিজেপি সদস্যার দলবদলে বাজিমাত তৃণমূলের। এলাকার পঞ্চায়েত দখলে নিল রাজ্যের শাসকদল। যদিও বিজেপির অভিযোগ, তৃণমূলের চাপের কাছে নতিস্বীকার করেছেন তাঁদের জয়ী প্রার্থী, বাধ্য হয়েই জোড়াফুলে ভিড়েছেন তিনি। যদিও গেরুয়া দলের এই অভিযোগ উড়িয়েছে শাসকদল।

Advertisment

উচত্র ২৪ পরগনার বনগাঁর রণঘাট গ্রাম পঞ্চায়েত। এখানকার গ্রাম পঞ্চায়েতের একটি আসন থেক বিজেপির টিকিটে জয়ী হয়েছিলেন রুমা মণ্ডল। মঙ্গলবার রুমাদেবী বিজেপি ছেড়ে যোগ দিয়েছেন তৃণমূলে। মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শে অনুপ্রাণিত হয়ে তিনি তৃণমূলে যোগ দিয়েছেন বলে জানিয়েছেন।

আরও পড়ুন- যুগান্তকারী নির্দেশ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের, ফের মুখ পুড়ল শিক্ষা দফতরের!

যদিও বিজেপির অভিযোগ, তাঁদের জয়ী প্রার্থীকে নানা প্রলোভন দেখিয়েছেন জোড়াফুলের নেতারা। একইসঙ্গে মানসিকভাবে তাঁর উপর চাপ সৃষ্টি করা হয়েছে বলেও দাবি। তৃণমূলের চাপের কাছে নতিস্বীকার করে বিজেপির ওই জয়ী প্রার্থী ঘাসফুলে যোগ দিয়েছেন বলে দাবি গেরুয়া শিবিরের। যদিও তৃণমূল নেতৃত্ব এই অভিযোগ উড়িয়েছে।

উল্লেখ্য, রণঘাট গ্রাম পঞ্চায়েতের মোট আসন ৩০। পঞ্চায়েত ভোটে এখানে ১৫ টি আসনে জয় পায় তৃণমূল। অন্যদিকে, বিজেপি জেতে ১২টি আসনে। ৩টিতে জয়ী হয় সিপিএম। স্বাভাবিকভাবে পঞ্চায়েত দখলে তৃণমূলের আরও একটি আসনের প্রয়োজন ছিল। এবার রুমা মণ্ডলের বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেওয়ায় ম্যাজিক ফিগার ছুঁয়ে ফেলল জোড়াফুল। সংখ্যাগরিষ্ঠ আসন পেয়ে পঞ্চায়েতের দখল নিল রাজ্যের শাসকদল।

panchayat election 2023 Bongaon bjp tmc Mamata Banerjee North 24 Pargana
Advertisment