scorecardresearch

দিল্লিতে কী করছেন মুকুল রায়? বিজেপিকে বড় চ্যালেঞ্জ তৃণমূলের!

‘ছাগলের তৃতীয় সন্তানগুলো এখন নীরব হয়ে গেল কেন?’

tmc challenges bjp over mukul roy , দিল্লিতে কী করছেন মুকুল রায়? বিজেপিকে বড় চ্যালেঞ্জ তৃণমূলের!
তখন তৃণমূলের সেকেন্ড-ইন-কমান্ড মুকুল রায়। কথা বলছেন দলনেত্রীর সঙ্গে।

দিল্লি দরবারে পৌঁছে এক সপ্তাহ আগেই বঙ্গ রাজনীতিতে তোলপাড় ফেলে দিয়েছিলেন মুকুল রায়। টানাপোড়েন শুরু হয় তৃণমূল ও বিজেপির মধ্যে। ছেলে শুভ্রাংশু বাবাকে ‘মানসিক অসুস্থ’ বলে ‘টাকার খেলা’, ‘অপহরণে’র অভিযোগ তুলেছিলেন। পাল্টা ‘প্রত্যাবর্তন’ বলে সামাজিক মাধ্যমে পোস্ট করেছিলেন বিজেপির কেন্দ্রীয় নেতা অনুপম হাজরা। ফলে মুকুলের দিল্লি সফর অন্য মাত্রা পায়। যদিও সাম্প্রতিক বাংলা রাজনীতির ‘চাণক্য’ সাফ দাবি করেন তিনি বিজেপিতেই ছিলেন, আছেন এবং থাকবেন। নিন্দা করেছেন তৃণমূলের। জানিয়েছিলেন মোদী, অমিত শাহ, নাড্ডার মতো নেতাদের সঙ্গে তিনি দেখা করার চেষ্টা চালাচ্ছেন। এসবের মধ্যেই খোদ মুখ্যমন্ত্রী একদা দলের সেকেন্ড-ইন-কমান্ডের রাজধানী সফর নিয়ে মুখ খুলেছেন। দাবি করেছেন মুকুল রায় বিজেপি বিধায়ক। পাশাপাশি ‘ছোট্ট ঘটনা’ বলে জানানোর চেষ্টা করেছেন যে তৃণমূল দল হিসাবে এই বিষয়টিকে তেমন গুরুত্ব দিচ্ছে না।

তবে গত পাঁচ-ছয়’দিন ধরে মুকুল রায় প্রসঙ্গ ক্রমশ ফিকে। জানা যাচ্ছে না কৃষ্ণনগর উত্তরের বিজেপি বিধায়কের পদক্ষেপ! দিল্লিতেই কি রয়েছেন তিনি? তা নিয়েও তেমন কোনও খবর প্রকাশ্যে নেই। এই আবহেই এবার মুকুল প্রসঙ্গে ইঙ্গিতপূর্ণ পোস্ট করলেন তৃণমূলের কুণাল ঘোষ। যা নিয়ে নানা প্রশ্ন মাথাচাড়া দিচ্ছে।

ফেসবুকে কী লিখেছেন কুণাল ঘোষ?

বিজেপিকে নিশানা করে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক লিখেছেন, ‘মুকুল রায়ের দিল্লি যাওয়া নিয়ে বিজেপির যারা, বিশেষত চার আনার দলবদলুরা যেসব কায়দার পোস্ট করছিল, এক ফেরেব্বাজ ‘প্রত্যাবর্তন’ লিখল, সেই ছাগলের তৃতীয় সন্তানগুলো এখন নীরব হয়ে গেল কেন? মুকুল রায়ের সঙ্গে সেলফি, গ্রুফি দিচ্ছে না তো!!’

কুণাল ঘোষের ফেসবুক পোস্ট

মুকুল রায়ের ফের বিজেপিতে ফেরা নিয়ে দ্বিধায় গেরুয়া দল। দিল্লিতে গেলেও তাঁকে নিয়ে মুখ খোলেনি বিজেপির কোনও কেন্দ্রীয় নেতৃত্ব। কড়া কথা বলে মুকুল প্রসঙ্গে অসন্তোষ ব্যাক্ত করেছিলেন শুভেন্দু, সুকান্ত। বিরোধী দলনেতা বলেছিলেন, ‘আমরা কোনও কোনও স্তরের তথাকথিত নেতাদের এদিক-ওদিক করার কাজে ইন্টারেস্টেড নই। এই ইন্টারেস্টটা তৃণমূলের।’ বঙ্গ বিজেপি সভাপতি জানিয়েছিলেন, ‘উনি বিজেপির বিধায়ক থাকাকালীন তৃণমূলে গিয়েছিলেন। দলের বিধায়করা ওনার পদ খারিজের আর্জি জানিয়েছে। তবে দলের কেন্দ্রীয় সহ-সভাপতি ছিলেন উনি। তাই বিজেপিতে ফের ফেরার বিষয়টি কেন্দ্রীয় নেতৃত্বই সিদ্ধান্ত নেবেন।’

আরও পড়ুন- দিল্লি দরবারে আবার পালটি ‘সাবালক’ মুকুলের, কেন? নেপথ্যে অন্তহীন চর্চা…

মুকুল ইস্যুতে কুণাল গ্রুফি, সেলফির কথা তুলে বিজেপি নেতাদের চ্যালেঞ্জ ছুড়েছেন। সঙ্গে কৌশলে পদ্ম শিবিরের অন্দরের বিভ্রান্তিকেও সামনে আনার চেষ্টা করেছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ।

এদিকে নাম না করলেও ফেসবুক পোস্টে কুণাল ঘোষ আক্রমণ শানিয়েছেন বিজেপির কেন্দ্রীয় সম্পাদক অনুপম হাজরাকে। পাল্টা সামাজিক মাধ্যমে তৃণণূল মুখপাত্রকে নিশানা করে অনুপম লিখেছেন, ‘গলা ফাটিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় কে arrest করতে বলা তৃণমূলের এক জেল খাটা আসামি, Sorry বর্তমানে তৃণমূলের মুখপাত্র – শুনলাম নাকি তার নিজের সংস্কৃতি, রুচি এবং শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী কিছু শব্দ প্রয়োগ করে (তার নিজের ফেসবুকে) আমার নাকি প্রশংসা করেছে…🤔‘। সঙ্গে একটি ভিডিও পোস্ট করেছেন। সেখানে কুণাল ঘোষকে সারদা মামলায় মুখ্যমন্ত্রীর ভূমিকা সম্পর্কে মন্তব্য করতে শোনা যাচ্ছে।

বিজেপি নেতা অনুপম হাজরার পোস্ট

Stay updated with the latest news headlines and all the latest Westbengal news download Indian Express Bengali App.

Web Title: Tmc challenges bjp over mukul roy