Advertisment

Lok Sabha Election 2024: এবার কমিশনের সঙ্গে তৃণমূলের আঁতাঁতের অভিযোগ! কী এমন হল?

Election Commission: একই অভিযোগে দিন কয়েক আগেই সোচ্চার হয়েছিলেন তৃণমূল 'সেনাপতি' অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবার সেই অভিযোগই তুলল গেরুয়া শিবির।

IE Bangla Web Desk এবং Rajit Das
New Update
TMC Closeness With Election Commission allegation by BJP Burdwan-Durgapur Lok Sabha constituency 2024, বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্রে কমিশনের সঙ্গে তৃণমূলের আঁতাঁতের অভিযোগ বিজেপির

Burdwan-Durgapur Lok Sabha constituency: অভিযোগটা ঠিক কী?

Allegations Of TMC's Closeness With Election Commission: এযেন ’বজ্র আঁটুনি ফসকা গেঁরো।' লোকসভা ভোট ঘোষণা করে যে নির্বাচন কমিশন আদর্শ নির্বাচনী আচরণবিধি লাগু করেছে সেই কমিশনেরই দূতের বিরুদ্ধে উঠল বিধি লঙ্ঘনের অভিযোগ। আর তাতে তৃণমূল যোগের কথা উঠে আসায় তোলপাড় ফেলে দিয়েছেন বিজেপি নেতৃত্ব। বিধি ভাঙার ঘটনা নিয়ে বিজেপি নেতৃত্ব কেন্দ্রীয় নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণের সিদ্ধান্ত নিয়েছে। যদিও অভিযোগ অসত্য বলে দাবি করেছে তৃণমূল নেতৃত্ব ।

Advertisment

আদর্শ নির্বাচনী আচরণ বিধি ভঙ্গের ঘটনাটি ঘটেছে বর্ধমান-দুর্গাপুর লোকসভা অধীন বর্ধমান ১ নম্বর ব্লকের তালিত গ্রামে। শনিবার সেখানে ছিল তৃণমূল কংগ্রেসের নির্বাচনী প্রচার। বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী কীর্তি আজাদের সমর্থনে বর্ধমান উত্তরের বিধায়ক নিশীথ মালিকের নেতৃত্বে ভোট প্রচার ছিল। আর্দশ নির্বাচনী আচরণ বিধি মানা হচ্ছে কি না তা দেখার জন্য প্রশাসনের পক্ষ থেকে সব জায়গাতেই নির্বাচনী প্রচারের ছবি তোলা হচ্ছে। সেই মত বর্ধমান ১ নম্বর ব্লকের পক্ষ থেকে ছবি তোলার জন্য চিত্র গ্রাহক পাঠানো হয়। গোল বাঁধে সেখানেই। কমিশনের প্রতিনিধি হয়ে শেখ আজিজ নামে এক চিত্র গ্রাহক যে চারচাকা গাড়িতে করে তালিত গ্রামে পৌছান, সেই গাড়িতে তৃণমূলের দলীয় পতাকা লাগানো ছিল। অভিযোগ যে, চিত্র গ্রাহকের সঙ্গে ওই গাড়িতে ছিলেন তৃণমূলের সমর্থকরাও। তাদের হাতে নাকি তৃণমূল কংগ্রেসের দলীয় পতাকাও ছিল।

বিষয়টি নিয়ে তথ্য প্রমাণ জোগার করে বিজেপি নেতারা প্রতিবাদে সরব হন।

আরও পড়ুন- TMC VS BJP: ডাহা ‘মিথ্যাবাদী’ মমতা-অভিষেক! প্রমাণ দেখিয়ে চাঁচাছোলা তোপ শুভেন্দুর

বিপাকে পড়ে গিয়ে চিত্র গ্রাহক শেখ আজিজ তাঁর সাফাইয়ে বলেন, 'আমরা যখন ভিডিও গ্রাফি করছিলাম তখন ওরা গাড়িতে উঠে পড়ে। ওরা গাড়িতে দলীয় পতাকাও বাঁধে। এটা আমাদের ভুল হয়ে গিয়েছে।' তবে কমিশনের চিত্র গ্রাহকের এই সাফাই মানেননি বিজেপি নেতারা। তাঁরা গোটা ঘটনা নিয়ে সরব হয়েছেন। এমনকী তারা কেন্দ্রীয় নির্বাচন কমিশন নালিশ জানানোরও সিদ্ধান্ত নিয়ে নিয়েছেন।

জেলা বিজেপি নেতা মৃত্যুঞ্জয় চন্দ্র এ বিষয়ে বলেন, 'রাজ্য সরকারের কর্মীরা ভোটের কাজে যুক্ত আছেন। তারা বেশির ভাগই রাজ্য সরকারের দলদাস। এইভাবে চললে সাধারণ মানুষের রায় ঠিক মত প্রকাশ হবে না। তাই আমরা শনিবাবের তালিতের ঘটনা বিষয়টি নিয়ে কমিশনের দৃষ্টি আকর্ষণ করছি।' যদিও রাজ্য তৃণমূল কংগ্রেসের মুখপাত্র প্রসেনজিৎ দাস বলেন, 'মিথ্যা অভিযোগ তোলা হচ্ছে। এরকম ঘটনা ঘটার কোনও সম্ভাবনাই নেই। কমিশনও নিশ্চই সত্য মিথ্যা যাচাই করবে।'

tmc bjp election commission Durgapur burdwan 2024 General Election loksabha election 2024
Advertisment