/indian-express-bangla/media/media_files/2025/06/27/1000180939-2025-06-27-19-34-22.png)
Kolkata law college gangrape : কসবার ল' কলেজে গণধর্ষণের ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।
কসবায় ল' কলেজে আইনের ছাত্রীকে গণধর্ষণের অভিযোগে তোলপাড় গোটা রাজ্য। মূল অভিযুক্ত মনোজিৎ মিশ্র ওই কলেজেরই দাপুটে টিএমসিপি নেতা বলে পরিচিত। তৃণমূলের তাবড় নেতাদের সঙ্গে তার ছবি ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। কসবা কান্ডে বিরোধীদের প্রবল তোপের মুখে পড়তে হচ্ছে শাসকদল তৃণমূলকে। এই পরিস্থিতিতে কসবার ঘটনা নিয়ে মুখ খুলল তৃণমূল।
শুক্রবার বিকেলে সাংবাদিক বৈঠকে রাজ্যের মন্ত্রী তথা তৃণমূল নেত্রী শশী পাঁজা বলেন, "সমবেদনা জানানোর ভাষা নেই। আইনের ছাত্রীর উপর যারা বর্বররোচিত ঘটনা ঘটিয়েছে তাদের জেলে পাঠানো হয়েছে। আমরা নির্যাতিতার পাশে আছি।"
কসবার ঘটনা নিয়ে ইতিমধ্যেই প্রবল বিক্ষোভে নেমে পড়েছে বিরোধীরা। সোশ্যাল মিডিয়ায় তৃণমূল নেতাদের সঙ্গে মনোজিৎ মিশ্রের ছবি রীতিমতো ভাইরাল। বিরোধী দলের সোশ্যাল মিডিয়ার পেজগুলিতে সেই সব ছবি প্রচার করা হচ্ছে।
এই ইস্যুতে এবার বিরোধীদের একহাত নিয়ে শশী পাঁজা বলেছেন, " অপরাধ হবে বআর তা নিয়ে রাজনীতি চলবে, এটা হতে পারে না। যারা রাজনীতি করছে তারা দেউলিয়া হয়ে গেছে। সোশ্যাল মিডিয়ায় কাটা ছেড়া করছে। বিধানসভায় ১০ মাস আগে অপরাজিতা বিল পাস হয়েছে। ওই বিল কে আটকে রেখেছে? রাজনীতি করার আগে আগে এই প্রশ্নের উত্তর দিক বিজেপি। "
কসবার গণধর্ষণে মূল অভিযুক্ত মনোজিৎ মিশ্রর সঙ্গে তৃণমূল রাজ্য সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্যের ছবি দেখা গেছে। এ ব্যাপারে তৃণাঙ্কুর বলেছেন, "জেলা সভাপতি যে কমিটি করেছিলেন সেই কমিটিতে এই ছেলেটির নাম নেই। আমাদের দলের নেত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়। আমি তৃণমূল ছাত্র পরিষদ সংগঠনের সভাপতি। এই তৃনাঙ্কুর ভট্টাচার্যেরও কোন ক্ষমতা নেই এটা বলা যে তুমি দল করবে না এবং কাউকে ভালবাসবে না। এটা আমার এক্তিয়ারভুক্ত নয়।"