Advertisment

বিস্ফোরক অভিযোগ লকেটের বিরুদ্ধে! বিজেপি সাংসদের নামে সাংঘাতিক নালিশ ইডিকে

হুগলির বিজেপি সাংসদের বিরুদ্ধে ইডিকে নালিশ তৃণমূল কাউন্সিলরের।

author-image
IE Bangla Web Desk
New Update
tmc councillor complaint to ed against bjp mp locket chatterjee

বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়।

ফ্ল্যাট দুর্নীতির অভিযোগে তৃণমূল সাংসদ নুসরত জাহানের বিরুদ্ধে ইডির দফতরে অভিযোগ জমা দিয়েছিল বিজেপি। ঠিক তার কয়েকদিনের মাথায় এবার ইডির দ্বারস্থ তৃণমূলও। রোজভ্যালি দুর্নীতি মামলায় বিজেপি সাসংদ লকেট চট্টোপাধ্যায়কে নিয়ে তদন্ত দাবি শাসকদলের। শুক্রবার ইডির দফতরে গিয়েছিলেন বিধাননগর পুর নিগমের ৪০ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর তুলসী সিনহা রায়। বিজেপি সাংসদ লকেটের বিরুদ্ধে তদন্তের আবেদন জানিয়েছেন তিনি।

Advertisment

গত ৩১ জুলাই বিজেপি নেতা শঙ্কুদেব পাণ্ডা বসিরহাটের তৃণমূল সাংসদ নুসরত জাহানের বিরুদ্ধে ফ্ল্যাট দুর্নীতির অভিযোগ করেছিলেন ইডির কাছে। বিজেপির অভিযোগ, বহু মানুষের কাছ থকে ফ্ল্যাট দেওয়ার নামে মোটা টাকা তুলে তাঁদের প্রতারণা করেছেন তৃণমূল সাংসদ। যদিও পরবর্তী সময়ে নুসরত নিজে অবশ্য সাংবাদিক সম্মেলন করে তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ নস্যাৎ করেছেন।

আরও পড়ুন- মারাত্মক অভিযোগ! কেষ্ট ঘনিষ্ঠ তৃণমূল নেতাকে বাড়ি থেকে তুলে নিয়ে গেল NIA

এর ঠিক কয়েকদিনের মাথায় শুক্রবার ইডির দফতরে হাজির তৃণমূলও। হুগলির বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে রোজভ্যালি দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগ তৃণমূল কাউন্সিলরের। বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে তদন্তের আবেদন শাসকদলের পুর প্রতিনিধির।

আরও পড়ুন- বেহালায় পথ দুর্ঘটনা-অশান্তি: নগরপাল-মুখ্যসচিবের কাছে সব শুনে কড়া পদক্ষেপ মমতার

বিধাননগরের তৃণমূল কাউন্সিলর তুলসী সিনহা রায় বলেন, 'আমরা আইনজীবী এবং সমাজকর্মীদের তরফ থেকে বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে তদন্তের আবেদন করেছি। তিনি রোজভ্যালির একজন বেনিফিশিয়ারি। সেই ব্যাপারে যাতে নিরপেক্ষ তদন্ত হয় সেই ব্যাপারে ইডিকে আবেদনপত্র জমা দিয়েছি। আমাদের কাছেও তথ্য আছে। কিন্তু আমরা চাই আগে ইডি তদন্ত করুক। তদন্ত চলাকালীন যদি আমাদের কোনও সহযোগিতা প্রয়োজন হয় আমরা তা করব।'

আরও পড়ুন- গুজরাটে বসেই বিরাট নাশকতার ছক? ধৃত বাংলার ৩ যুবকের আল কায়েদা যোগ স্পষ্ট

তিনি আরও বলেন, 'রোজভ্যালি কাণ্ডে ইডি তো এত তদন্ত করছে, তাহলে লকেট চট্টোপাধ্যায় তদন্তের বাইরে কেন? তিনি বিজেপি সাংসদ বলেই কি তদন্তের বাইরে? আমরা চাই লকেট চট্টোপাধ্যায়কে নিয়েও তদন্ত হোক। নিরপেক্ষ তদন্তের আশায় আমরা এখানে আবেদন জানিয়ে গেলাম।'

rose valley ED BJP MP Locket Chatterjee
Advertisment