TMC Councillor:তৃণমূল কাউন্সিলরের চুলের মুঠি ধরে মার, ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়

Panihati Incident : সোশ্যাল মিডিয়ায় এই মারধরের ছবি রীতিমতো ভাইরাল হয়েছে।

Panihati Incident : সোশ্যাল মিডিয়ায় এই মারধরের ছবি রীতিমতো ভাইরাল হয়েছে।

author-image
IE Bangla Web Desk
New Update
Tmc Councillor slaps lady driver, panihati

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিও থেকে নেওয়া ছবি।

প্রকাশ্য রাস্তায় তৃণমূলের কাউন্সিলরের চুলের মুঠি ধরে মার। উত্তর ২৪ পরগনার পানিহাটির এই ঘটনা ঘিরে শোরগোল পড়ে যায়। পানিহাটির ২৬ নম্বর ওয়ার্ডের এই ঘটনা। বাইকে করে যাচ্ছিলেন এলাকার তৃণমূল কাউন্সিলর শ্রাবন্তী রায়। তখনই তার বাইকে ধাক্কা মারে একটি স্কুটি। বাইক থেকে নেমে স্কুটি চালককে চড় মারেন কাউন্সিলার। এরপরেই কাউন্সিলর চুলের মুঠি ধরে মারতে শুরু করেন স্কুটি চালক। সোশ্যাল মিডিয়ায় এই মারধরের ছবি রীতিমতো ভাইরাল হয়েছে।

Advertisment

জানা গিয়েছে, মঙ্গলবার সকালে পানিহাটির মহৎসবতলা ঘাট এলাকা থেকে বাইকে চেপে যাচ্ছিলেন এলাকার তৃণমূল কাউন্সিলর শ্রাবন্তী রায়। তখনই একটি স্কুটি এসে সেই বাইকে ধাক্কা মারে বলে অভিযোগ।

বাইক থেকে নেমে স্কুটি চালককে সটান চড় মেরে দেন ওই কাউন্সিলর। পাল্টা কাউন্সিলরের চুলের মুঠি ধরে টানতে দেখা যায় স্কুটি চালককে। উপস্থিত এলাকার বাসিন্দারা দুজনের এই মারামারি ঠেকাতেই পারছিলেন না।

Advertisment

যদিও ওই তৃণমূল কাউন্সিলরের দাবি, স্কুটিচালক ওই তরুণী মদ্যপ ছিলেন। স্কুটি থেকে নেমে অশ্রাব্য ভাষায় তাকে গালিগালাজ করার জেরেই তিনি তাকে চড় মেরেছেন বলে তার দাবি। যদিও এ ব্যাপারে আইনি পদক্ষেপের ব্যাপারে তিনি রাজি নন বলে জানিয়েছেন ওই কাউন্সিলার।

tmc Bengali News Today