Advertisment

রাজ্যের দুই শহরে প্রকাশ্যে চলল গুলি, নিহত দুই কাউন্সিলর

ছুটির দিনে রাজ্যের দুই শহরে খুন দুই কাউন্সিলর।

author-image
Rajit Das
New Update
Texas school shooting updates

প্রতীকী ছবি

ছুটির দিনে রাজ্যের দুই শহরে খুন দুই কাউন্সিলর। ভরসন্ধ্যায় জনবহুল এলাকায় দুষ্কৃতীদের গুলিতে নিহত পানিহাটি পুরসভার ৮ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিরল অনুপম দত্ত। ঘটনাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়িয়েছে পানিহাটিতে। অন্যদিকে, পুরুলিয়ার ঝালদা পুরসভার ২ নম্বর ওয়ার্ডের কংগ্রেস কাউন্সিলর তপন কান্দুকেও গুলি করে খুন করা হয়েছে বলে অভিযোগ।

Advertisment

স্থানীয়সূত্রে খবর, এদিন রাত্রি পৌনে আটটা নাগাদ তেঁতুলতলায় বাড়ি থেকে বেরিয়ে পোষ্যের ওষুধ কিনতে বেরিয়েছিলেন তৃণমূল কাউন্সিলর অনুপম দত্ত। সেই সময় বাইকে করে এসে তাঁকে লক্ষ্য করে গুলি চালায় দুষ্কৃতী। তবে বাইকে কতজন ছিল তা জানা যায়নি। অনুপমের মাথায় ও ঘাড়ে গুলি লাগে। রক্তাক্ত অবস্থায় রাস্তায় লুটি পড়েন অনুপম। এরপর স্থানীয়রা তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে প্রথমে সাগর দত্ত মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যান। পরে ফের অনুপম দত্তকে বেসরকারি হাসপাতালে চিকিৎসারজ্য ভর্তি করা হয়। সেখানেই তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা।

ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ায়। অভিযুক্তদের শাস্তিতে দাবিতে আগরপাড়ায় পথ অবরোধ করে তৃণমূলের কর্মী, সমর্থকদের। তবে কী কারণে খুন তা এখনও স্পষ্ট নয়। ঘটনার পর পরই হাসপালে পৌঁছান নৈহাটির বিধায়ক পার্থ ভৌমিক। তিনি বলেন, 'বিজেপির বড় নেতাকে হারিয়ে কাউন্সিলর হয়েছিল অনুপম দত্ত। হয়তো তারই মাসুল দিতে হল। তবে খুনের কারণ এখনও স্পষ্ট নয়। পুলিশ তদন্ত করছে।' ঘটনাস্থলে গিয়েছেন ব্যারাকপুরের পুলিশ কমিশনারও।

এদিকে, পুরুলিয়ার ঝালদা পুরসভার ২ নং ওয়ার্ডের কংগ্রেস কাউন্সিলরকে লক্ষ্য করেও এদিন বিকেলে গুলি চলে। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল পুরুলিয়ার ঝালদায়। গুলিবিদ্ধ কংগ্রেস কাউন্সিলর তপন কান্দুকে নিয়ে যাওয়া হয় রাঁচির বেসরকারি হাসপাতালে। সেখানেই তাঁর মৃত্যু হয়।

ঝালদা পুরসভা এখনও ত্রিশঙ্কু। ঝালদায় ১২টি আসনের মধ্যে ৫টি করে আসনে জিতেছে তৃণমূল ও কংগ্রেস। বাকি দুটি আসনে জিতেছে দুই নির্দল প্রার্থী। কয়েকদিনের মধ্যেই এই পুরসভায় ভোর্ড গঠন হওয়ার কথা। তার আগে কংগ্রেসের কাউন্সিলর তথা ঝালদায় গুরুত্বপূর্ণ নেতা গুলিবিদ্ধ হওয়ার পর শাসক দলকে কাঠগড়ায় তুলেছে নেতৃত্ব। প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী বলেছেন, 'যেকোনও মূল্যে বোর্ড গড়তে হবে তৃণমূলকে। তাই প্রাণ দিতে হলে কংগ্রেস কাউন্সিলরকে। এই নির্লজ্জতা, বর্বরতা মানা যায় না।' এই হত্যার প্রতিবাদে সোমবার ১২ ঘন্টা পুরুলিয়া বনধের ডাক দিয়েছে কংগ্রেস।

tmc CONGRESS purulia North 24 Pargana
Advertisment