/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2023/07/ie-modi-5-1.jpg)
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী
আবারও মণিপুরের হিংসাত্মক পরিস্থিতি নিয়ে তৃণমূলের নিশানায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দেশের উত্তর-পূর্বের এই রাজ্যের জাতি দাঙ্গা পরিস্থিতি চরমে উঠেছে। সম্প্রতি মণিপুরে দুই মহিলাকে বিবস্ত্র করে ঘোরানোর ঘটনা নিয়ে উত্তাল গোটা দেশ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শেষমেশ এই ঘটনাকে কেন্দ্র করে মণিপুর নিয়ে মুখ খুলেছেন। তবে মণিপুরের অশান্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রধানমন্ত্রীর ভূমিকা নিয়ে যারপরনাই ক্ষুব্ধ তৃণমূল।
টুইটে তৃণমূলের তরফে মোদীকে তুলোধনা করে লেখা হয়েছে, 'বিজেপি দেশের উদ্বেগজনক বিষয়গুলিকে উপেক্ষা করার নীতি নিয়েছে। মণিপুরের ভয়াবহ পরিস্থিতি সম্পর্কে অবগত থাকা সত্ত্বেও, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সম্প্রতি বিদেশে আনন্দদায়ক সময় কাটিয়ে এসেছেন। আরও বিস্ময়কর বিষয় হল এই যে যখন গোটা দেশ দারিদ্র্য, মুদ্রাস্ফীতি, বেকারত্বের শিকার হচ্ছে, তখন ২০১৪ সাল থেকে এখনও পর্যন্ত তাঁর ৭১টি বিদেশ সফরে ২৫৪.৮৭ কোটি টাকা খরচ হয়েছে। জনগণের দুর্দশা নিয়ে চিন্তা প্রায় নেই! প্রধানমন্ত্রী কতদিন কুমিরের কান্না কাঁদবেন?'
আরও পড়ুন- মালদহে আদিবাসী মহিলাকে নগ্ন করে মার! মমতার সরকারকে বিঁধে সোচ্চার বিরোধীরা!
.@BJP4India’s policy of neglecting the nation’s alarming issues has not remained under the cover from anyone. Despite being aware of Manipur’s horrific situation, PM @narendramodi was recently spending a gala time overseas.
What’s more shocking is that an extensive amount of…— All India Trinamool Congress (@AITCofficial) July 22, 2023
উল্লেখ্য, মণিপুরে মাসের পর ধরে জাতি দাঙ্গা চললেও এব্যাপারে তেমন কোনও প্রতিক্রিয়া মেলেনি স্বয়ং প্রধানমন্ত্রীর তরফে। শেষমেশ ঘটনা শুরুর ৭৮ দিনের মাথায় মণিপুর নিয়ে মুখ খোলেন প্রধানমন্ত্রী। দুই মহিলাকে বিবস্ত্র করে নির্যাতনের ঘটনায় ক্ষোভ প্রকাশ করেন মোদী। সংসদের বাদল অধিবেশন শুরুর আগের বক্তৃতায় মোদী বলেন, 'মণিপুরের ঘটনা যে কোনও সভ্য সমাজের কাছেই লজ্জার। ওই ঘটনার জন্য দেশের ১৪০ কোটি জনগণের মাথা হেঁট হয়ে গেছে।'