'২৩-এর পঞ্চায়েত ভোটে মতুয়া মন জয় তৃণমূলের। রাজ্যে মতুয়াদের গড় বলে পরিচিত এলাকাগুলিতে এবার ঘাসফুলের রমরমা। মতুয়া প্রধান এলাকা বলে পরিচিত উত্তর ২৪ পরগনার বনগাঁ ও নদিয়ার রানাঘাটে পদ্ম শিবিরকে জোর টেক্কা জোড়াফুল ব্রিগেডের। '২৪-এর লোকসভা নির্বাচনের আগে মতুয়া ভোট ব্যাঙ্কের এই 'ধসে' বেশ চিন্তায় গেরুয়া দল।
নদিয়ার রানাঘাট ও উত্তর ২৪ পরগনার বনগাঁয় উনিশের লোকসভা ভোট এবং একুশের বিধানসভা নির্বাচনে দাপট দেখায় বিজেপি। তেইশের ভোটে মতুয়াগড় বনগাঁয় জোড়াফুলের রমরমা। বনগাঁ মহকুমার চারটি বিধানসভা আসন। একুশের ভোটে চারটিতেই জয়ী হয় বিজেপি। সেই বনগাঁতেই এবার ঘাসফুল ধরাশায়ী। ৩৮টি গ্রাম পঞ্চায়েতের মধ্যে তৃণমূল জয়ী ৩৫টিতে। বিজেপি পেয়েছে ৩টি।
আরও পড়ুন- ‘এটা ভালো লাগছে না, মমতার সঙ্গে কথা বলবই’, মন ভেঙে চুরমার প্রবীণ মন্ত্রীর!
বনগাঁ মহকুমার মধ্যে সবচেয়ে বেশি মতুয়া সম্প্রদায়ের বাস বাগদা ব্লকে। সেই বাগদা পঞ্চায়েত সমিতিও এবার তৃণমূলের দখলে। বাগদা পঞ্চায়েত সমিতিতে মোট আসন ২৭। তৃণমূল জয়ী ১৯ আসনে, বিজেপি জয়ী ৮ আসনে। বাগদায় ৯টি গ্রাম পঞ্চায়েতের মধ্যে তৃণমূল জয়ী ৬টিতে ও বিজেপির ঝুলিতে গিয়েছে ৩টি পঞ্চায়েত। বিজেপির মতুয়া মুখ বলে পরিচিত ঠাকুরবাড়ির সদস্য তথা কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুরের বুথেও হেরে গেছে গেরুয়া দল।
আরও পড়ুন- ভোটের সর্বশেষ ফলে কোন দলের কত আসন? দেখে নিন এক ঝলকে!
যদিও ভোটে সন্ত্রাসের জেরেই এফ ফল বলে মনে করেন শান্তুন ঠাকপর নিজে। তাঁর কথায়, 'বাগদা হচ্ছে মতুয়াদের সবচেয়ে বড় ঘাঁটি। সেখানে ৩টি পঞ্চায়েত ও জেলা পরিষদ পর্যন্ত জিতে গেছে ওরা। মতুয়া ভোট সম্পূর্ণ বিজেপিরই এসেছিল।' তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেন, 'শান্তনু ঠাকুরের অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে জঘণ্য আচরণ। জিততে তো পারেননি, তৃণমূলই জিতেছে।'
উত্তর ২৪ পরগনার বাগদার মতোই নদিয়ার মতুয়া প্রধান পঞ্চায়েত সমিতি রানাঘাট ২। একুশের সবুজ সুনামির মধ্যেও এই রানাঘাটে পদ্মের রমরমা দেখা যায়। একুশের বিধানসভা ভোটে রানাঘাট লোকসভার ৭ বিধানসভার মধ্যে ৬টিতে জয়ী হয় বিজেপি। ১টি পায় তৃণমূল।
আরও পড়ুন- এ কী কাণ্ড ঘটালেন বিজেপি সমর্থক? গাঁয়ের পঞ্চায়েতে পদ্ম পতাকা উড়তেই…
এই মতুয়া প্রধান রানাঘাটেও এবারের পঞ্চায়েত ভোটে বিজেপিকে টেক্কা তৃণমূলের। রাণাঘাট ২ পঞ্চায়েত সমিতির মোট আসন ৪২। তৃণমূল জিতেছে ২৬টিতে, বিজেপি জয়ী ১৬টিতে। রানাঘাট ২ ব্লকে মোট গ্রাম পঞ্চায়েত ১৪টি। এর মধ্যে তৃণমূল জিতছে ৮টিতে। বিজেপি ৫টি ও সিপিএম ১টিতে জিতেছে।
লোকসভা ভোটের আগে মতুয়াদের একটি বড় অংশের সমর্থনই তৃণমূলে গিয়েছে। স্বাভাবিকভাবেই এই প্রবণতায় চিন্তার ভাঁজ গেরুয়া নেতাদের কপালে। যদিও সুষ্ঠু ও অবাধ নির্বাচন হলে ভোটের এই ফল অন্যরকম হতে পারতো বলেও মনে করেন বিজেপি নেতাদের অধিকাংশ।