Advertisment

বাম-কংগ্রেসের সঙ্গে জোটে বিজেপিও, সোসাইটির ভোটে খড়কুটোর মতো উড়ে গেল তৃণমূল!

তৃণমূলকে ঠেকাতে এবার বাম-কংগ্রেসের সঙ্গে হাত মেলাল বিজেপিও।

author-image
IE Bangla Web Desk
New Update
tmc defeated by left cong bjp allianace in itahar primary teachers co operative society election

তৃণমূলকে ঠেকাতে এবার বাম-কংগ্রেসের সঙ্গে হাত মেলাল বিজেপি।

তৃণমূলকে ঠেকাতে এবার বাম-কংগ্রেসের সঙ্গে হাত মেলাল বিজেপিও। তিন বিরোধী দলের জোর ধাক্কায় কার্যত খড়কুটোর মতো উড়ে গেল শাসকদল তৃণমূল। উত্তর দিনাজপুরের ইটাহার প্রাইমারি টিচার্স এমপ্লিয়িজ কো-অপারেটিভ ক্রেডিট সোসাইটির সাধারণ নির্বাচনে বিপুল ভোটে জয়ী তৃণমূল বিরোধী প্রাথমিক শিক্ষক ঐক্য মঞ্চ। সোসাইটির সব আসনেই জয়ী জোড়াফুল বিরোধী জোটের প্রার্থীরা।

Advertisment

রবিবার উত্তর দিনাজপুরের ইটাহার প্রাইমারি টিচার্স এমপ্লয়িজ কো-অপারেটিভ ক্রেডিট সোসাইটির সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়। মোট ৯টি আসনে ভোট হয়েছিল। শাসকদল তৃণমূলের বিরুদ্ধে ৯টি আসনেই প্রার্থী দেয় বিরোধী জোট। বাম, বিজেপি ও কংগ্রেস কার্যত জোট বেঁধে তৃণমূলের বিরুদ্ধে এই লড়াইয়ে নেমেছিল।

যদিও এই জোট প্রসঙ্গে তিন দলের কোনও জেলানেতাই মুখ খোলেননি। স্থানীয় সূত্রের খবর, সোসাইটির নির্বাচনে ভাগাভাগি করে ৫ ও ৪ আসনে প্রার্থী দিয়েছিল বাম-বিজেপি। বাম-বিজেপি প্রার্থীদের সমর্থন জানয়েছিল কংগ্রেস।

আরও পড়ুন- ‘রামচন্দ্রকে উৎসর্গ করে যে কোনওদিন শোভাযাত্রা বের হতেই পারে’, টুইট শুভেন্দুর

রবিবার নির্বাচনের ফল প্রকাশের পর দেখা যায় সব আসনেই জয়ী হয়েছে তৃণমূল বিরোধী প্রাথমিক শিক্ষক ঐক্য মঞ্চ। একটি আসনেও দাঁত ফোটাতে পারেনি রাজ্যের শাসকদল তৃণমূল। রবিবার রাতে ভোটের ফলাফল ঘোষণা হতেই বিজয়োল্লাসে মেতে ওঠেন বিরোধী জোটের প্রার্থীরা। এলাকার বাম-বিজেপি ও কংগ্রেসের কর্মী-সমর্থকদের মধ্যেও চূড়ান্ত উচ্ছ্বাস লক্ষ্য করা যায়। অন্যদিকে, বিরোধী জোটের কাছে সব আসনে হেরে স্বভাবতই অস্বস্তিতে তৃণমূল।

উল্লেখ্য, ইটাহার বিধানসভা, পঞ্চায়েত সমিতি, এমনকী জেলার সংখ্যাগরিষ্ঠ পঞ্চায়েতও তৃণমূলের দখলেই রয়েছে। এরপরেও টিচার্স এমপ্লয়িজ ক্রেডিট সোসাইটির নির্বাচনে শাসকদলের প্রার্থীদের এই হার নিয়ে চর্চা তুঙ্গে। এই ফলাফল জেলাজুড়ে নয়া রাজনৈতিক সমীকরণের জল্পনাও বাড়িয়ে দিয়েছে।

tmc bjp CONGRESS left front CPIM West Bengal Election
Advertisment