/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2023/01/cats-7.jpg)
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
এবার 'দিদির সুরক্ষাকবচ' কর্মসূচির গান প্রকাশ করল সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন রাজ্য সরকারের একাধিক জনমোহিনী প্রকল্পকে হাতিয়ার করে গান বেঁধেছে তৃণমূল। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় তৃণমূলের এই গান ভাইরাল হয়েছে।
পঞ্চায়েত নির্বাচনকে পাখির চোখ করে এগোচ্ছে তৃণমূল। পঞ্চায়েতের আগে গ্রামে-গ্রামে জনসংযোগে বাড়তি নজর শাসকদলের। গোটা বাংলা জুড়ে 'দিদির সুরক্ষাকবচ' কর্মসূচিতে সামিল হয়ে গ্রামে-গ্রামে পৌঁছে যাচ্ছেন 'দিদির দূত'রা। তৃণমূলের সাংসদ, বিধায়ক, মন্ত্রী থেকে শুরু করে সবস্তরের জনপ্রতিনিধিরা পাড়ায়-পাড়ায় ঘুরছেন। সাধারণ মানুষের অভাব-অভিযোগের কথা শুনছেন, দ্রুত তা নিরসণের আশ্বাসও দিচ্ছেন।
তবে গত কয়েক সপ্তাহে রাজ্যজুড়ে 'দিদির সুরক্ষাকবচ' কর্মসূচি সারতে গিয়ে দিকে-দিকে বিক্ষোভের মুখেও পড়তে দেখা গিয়েছে তৃণমূলের নেতা-মন্ত্রীদের। কোথাও আবাস যোজনায় ঘর না পাওয়ার ক্ষোভ তো কোথাও আবার রাস্তা-পানীয় জলের তীব্র সমস্যার জেরে ঘেরাও হতেও দেখা গিয়েছে দিদির দূতেদের। যা নিয়ে রাজ্যের শাসকদলকে তুলোধনা করে সুর চড়া করেছে বিরোধীরা। তবে তৃণমূল অবশ্য বিরোধীদের এই টিপ্পনি কানে তুলতে নারাজ।
The wait is finally over, #DidirSurakshaKawach song has been released.
A powerful song, a true celebration of our Hon’ble Chairperson @MamataOfficial’s dream for Bengal.
In the days to come, we are certain that this song will become an anthem of the Bengal Model. pic.twitter.com/AEa1USdlpY— All India Trinamool Congress (@AITCofficial) January 29, 2023
বাংলার গ্রামে-গ্রামে 'দিদির সুরক্ষাকবচ' নিয়ে যাওয়া 'দিদির দূতেদের' ঘিরে এমন বিক্ষোভকে 'আশীর্বাদ' হিসেবেই দেখছে তৃণমূল। জোড়াফুল সূত্রের খবর, পঞ্চায়েত নির্বাচনের আগে এই কর্মসূচি আরও জোরদার করার ভাবনা দলের শীর্ষ নেতৃত্বের। রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের ধারণা, গ্রামে-গ্রামে ঘুরে সাধারণ ভোটারদের 'পালস' বোঝার এর চেয়ে ভালো উপায় আর নেই। তাই ক্ষোভ-বিক্ষোভ চললেও পঞ্চায়েত ভোটের আগেই তার নিরসণেরও চেষ্টা শুরু তৃণমূলে।
আরও পড়ুন- বারবার ডায়মন্ড হারবারে কেন রিভিউ বৈঠক? চটে লাল শুভেন্দু, দিলেন ‘সাংঘাতিক’ হুঁশিয়ারি
এদিন দিদির সুরক্ষাকবচ কর্মসূচি উপলক্ষে একটি গান প্রকাশ করেছে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস। গানটি প্রকাশ করা নিয়ে টুইটে তৃণমূলের তরফে লেখা হয়েছে, 'এটি একটি শক্তিশালী গান। মমতা বন্দ্যোপাধ্য়ায়ে স্বপ্রনের বাংলার জন্য এটি যথার্থ একটি গান। সামনের দিনগুলিতে, আমরা নিশ্চিত যে এটি বেঙ্গল মডেলের একটি গান হয়ে উঠবে।'
আরও পড়ুন- আমরা গণতন্ত্রের পুতুল-পুতুল খেলছি, ক্ষমতা আসলে ২৯৪ ভূমিশ্বরের হাতেই: ডাঃ কুণাল সরকার