এ এক অদ্ভুত সমীকরণ। ভোট কাটাকুটির খেলায় জিতেও যে হার! তৃণমূলের বোর্ডে পঞ্চায়েত প্রধান বিজেপির। এমনই অভিনব ঘটনা ঘটতে চলেছে আরামবাগের সালেপুর ১ নম্বর গ্রাম পঞ্চায়েতে।
কেন এই উলটপূরাণ? আরামবাগের সালেপুর ১ নম্বর গ্রাম পঞ্চায়েতে ১৬টি আসনের মধ্যে দশটি পেয়েছে তৃণমূল, ছ'টি পেয়েছে বিজেপি। আর প্রধান আসনটি সংরক্ষিত তপশিলি উপজাতি (এসটি) মহিলাদের জন্য। কিন্তু ওই পদের জন্য তৃণমূলের একমাত্র এসটি প্রার্থী সরস্বতী সরেন মোবারকপুর প্রাথমিক বিদ্যালয় এক নম্বর সংসদ থেকে বিজেপির পূর্ণিমা মান্ডির কাছে পরাজিত হয়েছেন।
ফলে শাসক দলের কাছে এখন বিড়ম্বনার অন্ত নেই। সংখ্যার হিসাবে পঞ্চায়েতের রাশ হাতে নিতে পারলেও প্রধানের চেয়ারে তৃণমূলের বসার কেউ নেই! তবে এখন যদি পূর্ণিমা মান্ডি বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করেন তাহলেই তিনি হতে পারবেন তৃণমূলের প্রধান। নাহলে তৃণমূলের বোর্ডে প্রধান হবেন বিজেপির প্রার্থী।
আর এই ঘটনা বাস্তবায়িত হলে অভিনব ঘটনার সাক্ষী থাকবেন আরামবাগবাসী। যদিও পূর্ণিমা মান্ডি এবং বিজেপি নেতৃত্ব পরিষ্কার জানিয়েছেন কোনওভাবেই দল বদল হচ্ছে না। তবে হাল ছাড়ছে না তৃণমূলও। শাসক নেতৃত্বের আশা, দিদির উন্নয়নের জোয়ারে পূর্ণিমা জোড়া-ফুলে চলে আসবেন।
আরও পড়ুন- ভয়ঙ্কর লজ্জা, পশ্চিমবঙ্গে পঞ্চায়েত ভোটে বেলাগাম হিংসায় নিহতের সংখ্যা হাফ-সেঞ্চুরি পার