Advertisment

Mob Lynching: এবার আড়িয়াদহে মা-ছেলেকে রাস্তায় ফেলে মার, অভিযুক্ত তৃণমূল আশ্রিত দুষ্কৃতী, গ্রেফতার ৬

Goons beaten up Mother and Son: রাজ্যে একের পর এক গণপিটুনির মধ্যেই ফের মারধরের ঘটনা। এবার বেলঘরিয়া থানা এলাকার আড়িয়াদহে প্রকাশ্যে এক মহিলা এবং তাঁর কলেজ পড়ুয়া ছেলেকে মারধরের ঘটনা ঘটে। মা ও ছেলেকে রাস্তায় ফেলে পেটানোর অভিযোগ উঠেছে। রবিবার এই ঘটনা ঘটে বলে অভিযোগ।

author-image
IE Bangla Web Desk
New Update
Mob Lynching, West Bengal

আড়িয়াদহে প্রকাশ্যে এক মহিলা এবং তাঁর কলেজ পড়ুয়া ছেলেকে মারধরের ঘটনা ঘটে।

Goons beaten up Mother and Son: রাজ্যে একের পর এক গণপিটুনির মধ্যেই ফের মারধরের ঘটনা। এবার বেলঘরিয়া থানা এলাকার আড়িয়াদহে প্রকাশ্যে এক মহিলা এবং তাঁর কলেজ পড়ুয়া ছেলেকে মারধরের ঘটনা ঘটে। মা ও ছেলেকে রাস্তায় ফেলে পেটানোর অভিযোগ উঠেছে। রবিবার এই ঘটনা ঘটে বলে অভিযোগ।

Advertisment

অভিযোগ, কলেজ পড়ুয়া তরুণের সঙ্গে বচসা হয় স্থানীয় দুষ্কৃতী জয়ন্ত সিংয়ের। তৃণমূল আশ্রিত দুষ্কৃতী জয়ন্ত এর পর ওই তরুণের বাড়ির সামনে বাঁশ, লাঠি, লোহার রড নিয়ে দলবলের সঙ্গে হাজির হয় বলে জানা গিয়েছে। বাড়ির সামনেই লাঠি, রড দিয়ে ওই তরুণকে পেটানো হয়। বাঁচাতে গেলে মা-কেও মারধর করা বলে অভিযোগ। গুরুতর জখম অবস্থায় মা ও ছেলেকে একটি বেসরকারি নার্সিংহোমে ভর্তি করা হয়েছে।

এই ঘটনায় বেলঘরিয়া থানায় অভিযোগ দায়ের হয়েছে। পুলিশ ইতিমধ্যেই ৬ জনকে গ্রেফতার করেছে। এই ঘটনায় কামারহাটি পুরসভার পুরপ্রধান গোপাল সাহা জানিয়েছেন, অবিলম্বে দোষীদের গ্রেফতার করতে হবে এবং কড়া পদক্ষেপ করতে হবে। কে কোনও রাজনৈতিক দলের বা রংয়ের সেসব না দেখে ব্যবস্থা নিতে হবে। এলাকার কাউন্সিলরের তরফেও পুলিশে অভিযোগ জানানো হয়েছে।

আরও পড়ুন Tarkeswar Lynching: রাজ্যে ফের গণপিটুনি! হুগলির তারকেশ্বরে মৃত্যু যুবকের, হুঁশ ফিরবে কবে?

ঘটনায় গ্রেফতার ৬ অভিযুক্তের মধ্যে মূল অভিযুক্ত জয়ন্ত সিং রয়েছে কি না তা জানায়নি পুলিশ।

tmc Barrackpore Lynching Belgharia
Advertisment