Electoral bonds data-TMC: সারদা কেলেঙ্কারিতে (Saradha Scam) অভিযুক্ত হিসেবে একসময় গ্রেফতার হয়েছিলেন তৃণমূলের প্রাক্তন সাংসদ সৃঞ্জয় বোস (Srinjoy Bose)। তাঁরই পরিবারের সঙ্গে যুক্ত তিনটি সংস্থা পশ্চিমবঙ্গের ক্ষমতাসীন দল তৃণমূলকে ১৪ ধাপে ইলেক্টোরাল বন্ড (Electoral Bond) বাবদ মোট ২৩ কোটি ৩০ লক্ষ টাকা দিয়েছে। ২০২১ সালের জুলাই মাস থেকে এই টাকা দেওয়া শুরু হয়। প্রতি ধাপে ১ থেকে ৩ কোটি টাকা পর্যন্ত দিয়েছে ওই তিন সংস্থা।
গত মাসে নির্বাচন কমিশনের (Election Commission) তরফে বেশ কিছু তথ্য মিলেছে। একইসঙ্গে তদন্ত শুরু করেছিল ইন্ডিয়ান এক্সপ্রেসও। তারই ভিত্তিতে জানা গিয়েছে, মোটা অঙ্কের ওই অনুদান ২০২১-এ তৃণমূল রাজ্যে তৃতীয়বারের জন্য ক্ষমতায় আসার পর ওই বছরের মে মাসে রাজ্যে সরকার তৈরির পর থেকেই দেওয়া শুরু হয়েছিল।
২০২১-এর জুলাই থেকে ২০২৩-এর জুলাইয়ের মধ্যে, এই সংস্থাগুলির মধ্যে একটি, Ripley & Co Stevedoring & Handling Pvt Ltd, সাতটি ধাপে তৃণমূলকে ইলেক্টোরাল বন্ডে ১১.৫০ কোটি টাকা দিয়েছে। আলাদাভাবে, ওই তিন সংস্থার মধ্যে একটির অধিকর্তা প্রশান্ত কুমার জয়সওয়াল, ২০২৩-এর অক্টোবর মাস থেকে দুটি ধাপে তৃণমূলকে ৪.৩০ কোটি টাকা দিয়েছেন।
২০২২-এর জানুয়ারিতে, বোস পরিবারের মালিকানাধীন দ্বিতীয় সংস্থা নেটিনকন মার্কেটিং প্রাইভেট লিমিটেড, তৃণমূলকে বন্ডে ৩ কোটি টাকা দিয়েছিল। তথ্য বলছে সংস্থাটি ২০২১-২২ সালে ২২.৩০ লক্ষ টাকা নিট লাভ করেছিল।
তৃতীয় সংস্থা অ্যারো প্রোজেক্টস প্রাইভেট লিমিটেড, ২০২২-এর অক্টোবর থেকে ২০২৩-এর জুলাই মাসের মধ্যে চারটি ধাপে তৃণমূলকে ইলেক্টোরাল বন্ডে ৪.৫ কোটি টাকা দিয়েছে। সাম্প্রতিক উপলব্ধ রেকর্ডগুলি দেখায় যে সংস্থাটি ২০২১-২২ সালে ২০.১৯ লক্ষ টাকা নিট মুনাফা করেছিল। ২০১৯-এর এপ্রিল থেকে তৃণমূল ছাড়া অন্য কোনও দলকে বন্ডে অনুদান দেওয়ার কোনও রেকর্ড নেই এই সংস্থাগুলির।
RoC রেকর্ড অনুযায়ী, সৃঞ্জয় বোস ২০১০ সালে রিপ্লের ডিরেক্টর পদ থেকে পদত্যাগ করেন। ২০১৪ সালে তাঁর ৪৯ শতাংশ শেয়ার তাঁর মা সম্পা বোসের কাছে তিনি হস্তান্তর করেন। রেকর্ডগুলি দেখায় যে তিনি এখন সংস্থার স্থায়ী কর্মচারী হিসেবে ১.৮০ কোটি টাকা বার্ষিক বেতন পান।
সৃঞ্জয় বোসের ভাই সৌমিক বোস (৪৩%), সম্পা বোস আরএসএইচপিএল ট্রাস্ট (৪০%) এবং প্রশান্ত জয়সওয়াল (১.৬৬%)-দের রিপ্লে সংস্থায় ৮৫ শতাংশ শেয়ার রয়েছে। বাকি ১৫.৩৪ শতাংশ শেয়ার এনার্জি ইনভেস্টমেন্টস লিমিটেডের কাছে রয়েছে।
নেটিনকন মার্কেটিংয়ে সৃঞ্জয় বোসের ৫০.৫ শতাংশ শেয়ার রয়েছে এবং তাঁর ভাই সৌমিক ও তাঁর স্ত্রী রাই বোসের কাছে ৪৯.৫ শতাংশ শেয়ার রয়েছে। এব্যাপারে দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের তরফে সৃঞ্জয় বোসের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি কোনও মন্তব্য করতে রাজি হননি। একইভাবে জয়সওয়াল এবং সৃঞ্জয়ের ভাই সৌমিক বোসেরও প্রতিক্রিয়া মেলেনি।