CM at Assembly: বুধবার বিধানসভার ভার্চুয়াল বৈঠকে যোগ দেন মুখ্যমন্ত্রী। সেই বৈঠকে উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী অমিত মিত্র, পরিষদীয় মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এবং অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। রাজ্যের প্রতি কেন্দ্রের বঞ্চনা নিয়ে এদিন সরব হয়েছিলেন তিনি।
কী কী বললেন মুখ্যমন্ত্রী--
- কেন্দ্রের এত বঞ্চনা সত্বেও বাংলা এগিয়ে
- বাংলাএগিয়ে কেন্দ্র দেশের অর্থনীতিকে শেষ করে দিয়েছে
- পয়লা থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত বেসরকারি বাসের রোড ট্যাক্স মকুব
- একশো দিনের কাজে দেশে এক নম্বরে বাংলা
- আম্ফানের সময় ছেয়েছি ৩৫ হাজার ৮০০ কোটি
- ইয়াসে চেয়েছিলাম ২১ হাজার ৫৮০ কোটি’
- কেন্দ্রের কাছে আবেদন করে আমাদের টাকা আমরাই পেয়েছি
- রাজ্যে জিডিপি বৃদ্ধির হার ১.৪%
- অগাস্ট-সেপ্টেম্বরে ফের দুয়ারে সরকার
- দুয়ারে সরকার হবে ডিসেম্বর-জানুয়ারিতে
- ৬০ হাজার কোটি টাকা থেকে বঞ্চিত রাজ্য
- বিপর্যয় মোকাবিলায় ২ হাজার ২৫০ কোটি টাকা দেওয়া হয়েছে
- ইয়াসে পেয়েছি মাত্র ৩০০ কোটি
- জিডিপি বৃদ্ধির হার দেশে -৭.৭%
- পেট্রোপণ্যের দাম বাড়িয়ে ৪ লক্ষ কোটি রোজগার করেছে কেন্দ্র
- পেট্রোল-ডিজেলের দাম বাড়লে সবকিছুর দাম বাড়ে
- যা যা প্রতিশ্রুতি দিয়েছিলাম অক্ষরে অক্ষরে পালন করেছি
- সিলিকন ভ্যালির জন্য হাজার কোটির বেশি বিনিয়োগ এসেছে