/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2023/06/mamata-13.jpg)
মমতা বন্দ্যোপাধ্যায়।
রাজ্যসভার ৬টি আসনে প্রার্থী তালিকা চূড়ান্ত করল তৃণমূল। পুরনোদের পাশাপাশি রাজ্যসভায় নতুন আরও বেশ কয়েকটি মুখকে নিয়ে যেতে চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায়রারা। আগামী ২৪ জুলাই রাজ্যসভার নির্বাচন। ৫টি আসনে তৃণমূলের জয় নিশ্চিত। নতুনদের মধ্যে যাঁদের আনা হয়েছে তাঁদের মধ্যে সামিলরুল ইসলাম পেশায় একজন অধ্যাপক। আইআইটির কৃতী ছাত্র তিনি। রাজনৈতিক মহলের একাংশ বলছেন, সামিরুলকে প্রার্থী করে সংখ্যালঘু সম্প্রদায়কে বার্তা দিল তৃণমূল।
উত্তরবঙ্গের প্রতিনিধি হিসেবে তৃণমূল রাজ্যসভায় নিয়ে যেতে চাইছে প্রকাশ চিক বরাইকে। শান্তা ছেত্রীর জায়গায় এবার তাঁকে রাজ্যসভায় নিয়ে যেতে চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ৫টি আসনে তৃণমূলের জয় নিশ্চিত। একটি আসনে উপ নির্বাচন হবে।
We take great pleasure in announcing the candidatures of @derekobrienmp , @Dolasen7 , @Sukhendusekhar, @Samirul65556476 , @ChikPrakash , and @SaketGokhale for the forthcoming Rajya Sabha elections. May they persist in their dedication to serving the people and uphold Trinamool's…
— All India Trinamool Congress (@AITCofficial) July 10, 2023
আরও পড়ুন- ‘তৃণমূল মানেই গুন্ডা, মার খেলে ঠিকই আছে’, বেনজির আক্রমণ দিলীপের
রাজ্যসভার সাংসদ নির্বাচনের জন্য ইতিমধ্যেই মনোনয়নপত্র জমা শুরু হয়ে গিয়েছে ৬ জুলাই থেকে। মনেনায়নপত্র জমার শেষ দিন ১৩ জুলাই। স্ক্রুটিনি ১৪ জুলাই। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন আগামী ১৭ জুলাই।
আরও পড়ুন- আজ প্রায় ৭০০ বুথে পুনর্নির্বাচন, অশান্তি জারি, কংগ্রেস প্রার্থীর বাড়িতে বোমাবাজি-গুলি
তৃণমূলের তরফে টুইট করে জানানো হয়েছে, 'আসন্ন রাজ্যসভা নির্বাচনের জন্য ডেরেক ও'ব্রায়েন, দোলা সেন, সুখেন্দুশেখর রায়, সামিরুল ইসলাম, প্রকাশ চিক বরাই ও সাকেত গোখলের নাম নাম প্রার্থী হিসেবে ঘোষণা করে আমরা অত্যন্ত আনন্দিত। তাঁরা যেন জনগণের সেবা করার জন্য তাঁদের নিবেদনে অটল থাকেন এবং তৃণমূলের অদম্য চেতনার স্থায়ী উত্তরাধিকার এবং প্রত্যেক ভারতীয়ের অধিকারের পক্ষে সওয়াল করেন। আমরা সবাইকে আমাদের আন্তরিক শুভেচ্ছা জানাই।'