Lok Sabha Election 2024-TMC Candidate: এর আগে গত ১০ মার্চ ব্রিগেডের জনগর্জন সভা থেকেই উত্তর প্রদেশ থেকে আসন্ন লোকসভা নির্বাচনে দলের প্রার্থী দাঁড় করানোর কথা জানিয়েছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। অন্যান্য রাজ্য এমনকী বাংলায় যখন ইন্ডিয়া জোটের প্রাসঙ্গিতা নিয়েই প্রশ্ন উঠছে, তখন উত্তর প্রদেশে কিন্তু মোদী বিরোধী 'ইন্ডিয়া' জোট ক্রমশ বেশ প্রাসঙ্গিক হচ্ছে। সেরাজ্যে কংগ্রেসকেও বেশ কিছু আসন ছেড়েছে প্রধান বিরোধী দল সমাজবাদী পার্টি।
Lok Sabha Election 2024: এর আগে ব্রিগেডের জনগর্জন সভা (Jana Garjana Sabha) থেকেই তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) বিষয়টি স্পষ্ট করেছিলেন। শুক্রবার দলের তরফে পাকাপাকিভাবে ঘোষণাও হয়ে গেল। এবারের লোকসভা নির্বাচনে (Lok Sabha Election 2024) উত্তর প্রদেশের (Uttar Pradesh) একটি আসনে প্রার্থী দিচ্ছে তৃণমূল (TMC)। যোগীরাজ্যের প্রধান বিরোধী দল সমাজবাদী পার্টির (Samajwadi Party) সুপ্রিমো অখিলেশ যাদব (Akhilesh Yadav) সেরাজ্যে তৃণমূলকে একটি আসন ছেড়েছে।
Advertisment
উত্তর প্রদেশের ভাদোহি (Bhadohi) লোকসভা আসনটি তৃণমূলকে ছেড়েছে সমাজবাদা সপা (SP)। ওই আসনে তৃণমূল দাঁড় করিয়েছে ললিতেশপতি ত্রিপাঠীকে (Lalitesh Pati Tripathi)। এর আগে গত ১০ মার্চ কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ড ময়দানে তৃণমূলের জনগর্জন সভায় এসেছিলেন ললিতেশপতি ত্রিপাঠী। তখনই তৃণমূল সুপ্রিমোর সঙ্গে ভোটে দাঁড়ানোর ব্যাপারে পাকা কথা হয়ে গিয়েছিল তাঁর।
BJP বিরোধী ইন্ডিয়া জোট ক্রমশ প্রাসঙ্গিক হচ্ছে উত্তর প্রদেশে। যোগী আদিত্যনাথের (Yogi Adityanath) রাজ্যের মোট ৮০টি লোকসভা আসনের মধ্যে ১৭টি কংগ্রেসকে আগেই ছেড়েছিলেন সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব।
বাকি আসনগুলির মধ্যে জোটসঙ্গীদের কিছু আসন ছাড়ার পর তৃণমূলের জন্যও একটি আসন বরাদ্দ ছিল। ওই আসনে এবার বাংলার শাসকদলের তরফেও প্রার্থী ঘোষণা করে দেওয়া হল। আসন্ন লোকসভা নির্বাচনে উত্তর প্রদেশের ভাদোহি থেকে তৃণমূল প্রার্থী করেছে ললিতেশপতি ত্রিপাঠীকে।
কে এই ললিতেশপতি ত্রিপাঠী?
উত্তর প্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী কমলাপতি ত্রিপাঠীর (Kamalapati Tripathi) নাতি ললিতেশপতি ত্রিপাঠী। এর আগে কংগ্রেসে ছিলেন তিনি। যদিও সমাজবাদী পার্টির সঙ্গে তাঁর সম্পর্ক বরাবর বেশ ভালো। কংগ্রেসের টিকিটে এর আগে উত্তর প্রদেশের বিধানসভা নির্বাচনে দাঁড়িয়ে জয়ীও হয়েছিলেন তিনি। ২০১৯-এর লোকসভা ভোটেও প্রার্থী হয়েছিলেন তিনি। তবে সেবার তিনি হেরে যান। যদিও এরপর ২০২১-এ কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দেন তিনি। এবার জোড়াফুলের টিকিটে উত্তর প্রদেশ থেকেই ফের একবার লোকসভার প্রার্থী হয়েছেন ললিতেশপতি।