বাইরে বিডিও, চেম্বারে বসে বৈঠক তৃণমূল বিধায়ক ও নেতাদের। বিডিও-র চেয়ারে বসেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ভার্চুয়াল বৈঠক সারলেন মুর্শিদাবাদের ভগবানগোলার তৃণমূল বিধায়ক ইদ্রিশ আলি। ভগবানগোলা ২ নং ব্লকের এই ঘটনায় শোরগোল।
বিডিও-কে চেম্বারের বাইরে রেখে ভিতরে তাঁরই চেয়ারে বসে দলের শীর্ষ নেতার সঙ্গে ভার্চুয়াল বৈঠক সারলেন মুর্শিদবাদের ভগবানগোলার তৃণমূল বিধায়ক ইদ্রিশ আলি। সেই বৈঠকে ছিলেন প্রাক্তন বিধায়ক চাঁদ মহম্মদ-সহ দলের আরও ৮ নেতা। ভগবানগোলা ২ নং ব্লক তৃণমূলের নেতাদের সঙ্গে এদিন ভার্চুয়াল বৈঠকে বসেছিলেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এদিকে, সরকারি অফিসে এভাবে রাজনৈতিক বৈঠকের খবর জানাজানি হতেই তুমুল বিতর্ক ছড়িয়ে পড়ে।
আরও পড়ুন-জাতীয় তকমা পেতেই নয়া উদ্যমে বঙ্গ আপ, তবুও পঞ্চায়েতে প্রার্থী দেওয়া অনিশ্চিত!
ঘটনা চাউর হতেই দলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেন, "অভিযোগটি শুনেছি। কেউ যদি সত্যিই বিডিও-র চেয়ারে বসে রাজনৈতিক বৈঠক করেন সেটা উচিত হয়নি।" তবে বিজেপি কিন্তু তৃণমূল নেতাদের এহেন কাজের তুমুল টিপ্পনি করেছে। দলের মুখপাত্র শমীক ভট্টাচার্য এদিন টিপ্পনির সুরেই বলেন, "ওদের নেত্রীই তো প্রতিটি প্রশাসনিক বৈঠককে সরকারি খরচায় রাজনৈতিক মঞ্চ বানিয়েছেন। ওটা একটা প্রান্তিক অঞ্চলের বিধায়ক। সরল মনে বিডিও অফিসে গিয়ে বৈঠক করেছেন। এটা নিয়ে যাঁরা বলছেন তাঁরাই চক্রান্ত করছেন। এই চক্রান্তের বিরুদ্ধে তৃণমূল ঐক্যবদ্ধভাবে লড়াই করবে।"
আরও পড়ুন- রাজু ঝা খুনের ১০ দিনের মাথায় ফের খুন শক্তিগড়েই! কুপিয়ে হত্যা যুবককে
এদিকে, যাঁর এহেন আচরণ নিয়ে তুমুল বিতর্ক ছড়িয়েছে সেই ভগবানগোলার তৃণমূল বিধায়ক ইদ্রিশ আলি এদিন সাফাই দিতে গিয়ে সংবাদমাধ্যমে বলেন, "আমি এখানে ভাড়া ঘরে থাকি। অনেক সুবিধাই সেখানে নেই। পার্টি অফিসেও ইন্টারনেট স্লো। তাই বিডিও অফিসে বৈঠক করেছি।" অন্যদিকে, যাঁকে চেম্বারের বাইরে বসিয়ে রেখে তৃণমূল নেতারা ভিতরে বৈঠক সারলেন ভগবানগোলার সেই বিডিও মহম্মদ ওয়ারসিদ খান এদিন সংবাদমাধ্যমে বলেন, "প্রথমে ভেবেছিলাম ওটা প্রশাসনিক বৈঠক। পরে জানতে পারি ওটা দলীয় বৈঠক হয়েছে।"