TMC Rachana Banerjee: প্রচারের ফাঁকে সিঙ্গুর অঞ্চলের দই খেয়ে গরুর স্বাস্থ্যের প্রশংসা করেছিলেন তৃণমূলের তারকা প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায়। বলেছিলেন, '‘সিঙ্গুরের জমি সবুজ, গাছপালায় ভর্তি। সেগুলো খেয়ে হৃষ্টপুষ্ট হচ্ছে গরু আর ভাল দুধ দিচ্ছে। সেই দুধের দইও তাই ভাল।' তারপরই হুগলির তৃণমূল প্রার্থীর সেই মন্তব্য ভাইরাল হয়। সমাজ মাধ্যমে ঝড় বয়ে যায়। নানান মিম ছড়িয়ে পড়ে। এরপরও দমতে নারাজ রচনা। উল্টে কেন তিনি সেদিন ওই কথা বলেছিলেন তার ব্যাখ্যা দিলেন এই অভিনেত্রী।
রোদের তেজে কাহিল সকলে। তার মধ্যেও গরমের তোয়াক্কা না করে প্রচার চালিয়ে যাচ্ছেন রচনা। প্রচারের ফাঁকে রচনাকে পরিবেশ নিয়ে প্রশ্ন করতেই তিনি বলেন, 'আরও বেশি গাছ লাগানো উচিত, আরও বেশি সবুজায়ন দরকার।' এই প্রসঙ্গেই তিনি বলেন, 'এই কথাটাই সেদিন বলতে চেয়েছিলাম, যেটা নিয়ে সবাই এত মিম করলেন, এত ভাইরাল হল।'
আরও পড়ুন- Srijan Bhattacharyya: দুরন্ত আবেদন সৃজনের! কাছে টানতে ISF-কে কোন কথা স্মরণ করালেন জানেন?
এদিন রচনা বলেন, 'সবুজায়ন দরকার। পৃথিবীকে বাঁচিয়ে রাখার জন্য গাছ দরকার। না হলে মানুষের মৃত্যু অবধারিত। যত গাছপালা হবে, তত গরম কমবে। এটা যত তাড়াতাড়ি মানুষ বুঝবে তত তাড়াতাড়ি সবার ভাল হবে।'