Advertisment

গোষ্ঠীদ্বন্দ্বে উত্তপ্ত খড়দা, সংঘর্ষে মৃত্যু তৃণমূলকর্মীর, দেহ রেখে থানায় বিক্ষোভ

বিশাল পুলিশবাহিনী এবং ব়্যাফ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

author-image
IE Bangla Web Desk
New Update
Khardah Police

বামদিকে নিহত আকাশ প্রসাদ।

এলাকা দখল ঘিরে তৃণমূলের গোষ্ঠীসংঘর্ষের অভিযোগ উঠল উত্তর ২৪ পরগনার খড়দায়। সংঘর্ষে এক তৃণমূল সমর্থকের মৃত্যু হয়েছে বলে অভিযোগ। নিহত তৃণমূল সমর্থকের নাম আকাশ প্রসাদ। ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকায় উত্তেজনা ছড়ায়। তৃণমূল কর্মীদের একাংশ খড়দহ থানায় আকাশের দেহ নিয়ে গিয়ে বিক্ষোভ দেখান বলে অভিযোগ। এই অবস্থায় পরিস্থিতি নিয়ন্ত্রণে নামে বিশাল পুলিশ বাহিনী এবং ব়্যাফ। শেষে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসলেও এলাকা থমথমে বলে স্থানীয় বাসিন্দাদের দাবি।

Advertisment

সূত্রের খবর, ঘটনার সূত্রপাত হয় টিটাগড় পুরসভার দুই কাউন্সিলর বিকাশ সিংহ এবং সোনু সাউয়ের মধ্যে গন্ডগোলের জেরে। এলাকা দখলকে ঘিরেই দুই কাউন্সিলরের সমর্থকদের মধ্যে শুরু হয় মারামারি। নিহত আকাশ প্রসাদ এর মধ্যে এক গোষ্ঠীর সমর্থক ছিলেন বলেই স্থানীয় বাসিন্দাদের দাবি। আকাশের ঘনিষ্ঠদের অভিযোগ, অপর গোষ্ঠীর হামলাতেই তিনি নিহত হয়েছেন। স্থানীয় বাসিন্দাদের দাবি, এলাকায় দখলদারি নিয়ে তৃণমূলের কাউন্সিলরদের মধ্যে বিবাদ দীর্ঘদিনের। এর আগেও এমন ভাবেই বিকাশ সিংহ এবং সোনু সাউয়ের লোকজন পরস্পরের সঙ্গে বিবাদে জড়িয়েছেন। তবে, এই ব্যাপারে পুলিশের তরফ থেকে কিছুই জানানো হয়নি।

এই ঘটনায় স্থানীয় বিজেপি এবং সিপিএম নেতাদের অভিযোগ, বিভিন্ন এলাকার দুষ্কৃতীরা এখন তৃণমূল কংগ্রেসের সমর্থক। তারা তোলাবাজি থেকে শুরু করে এলাকায় হুমকি দিয়ে অর্থ আদায়, প্রোমোটারি, ঠিকাদারি- সবই চালায়। আর, সেই সব নিয়ে মাঝেমধ্যেই তৃণমূল নেতাদের অনুগামীদের মধ্যে সংঘর্ষ বেধে যায়। বিভিন্ন এলাকায় তৃণমূল কংগ্রেসের লোকজনই এলাকা দখলের জন্য পরস্পরের ওপর হামলা চালিয়েছে এবং চালাচ্ছে, এই ঘটনা তারই প্রমাণ বলেই বিরোধী নেতাদের অভিযোগ।

আরও পড়ুন- কার ফোনে দুর্নীতির সব তথ্য? মমতা-বাকিবুর যোগ নিয়ে মারকাটারি ‘ইনপুট’ শুভেন্দুর

বিরোধী নেতাদের অভিযোগ, শাসক দলের অনুগামী হওয়ায় বেশিরভাগ ক্ষেত্রেই পুলিশকে সব দেখেশুনেও চুপচাপ থাকতে হয়। উত্তর ২৪ পরগনার টিটাগড় এবং খড়দা সীমান্ত এলাকায় দীর্ঘদিন ধরেই নানা অসামাজিক কাজকর্ম চলে বলেই স্থানীয় বাসিন্দাদের অভিযোগ। সব জেনেও পুলিশ নিষ্ক্রিয় থাকায় তাঁরা ক্ষুব্ধ বলেই বাসিন্দারা অভিযোগ করেছেন।

tmc bjp police CPIM Death
Advertisment